shono
Advertisement
Sana Javed

'আমার স্বামীর সঙ্গে যেভাবে খুশি খেলব', শোয়েবপত্নীর মন্তব্যে বিতর্ক! 'ভদ্রতা শেখান', তোপ নেটপাড়ার

সানার এই মন্তব্যের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
Published By: Prasenjit DuttaPosted: 02:24 PM Mar 26, 2025Updated: 02:24 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর শোয়েব মালিক বিয়ে করেন পাক অভিনেত্রী সানা জাভেদকে। তবে, বছর ঘুরতে না ঘুরতে দু'জনের মধ্যে মতবিরোধের খবর নিয়ে কানাঘুসো চলছে। যদিও এ বিষয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি। এই আবহে সানা জাভেদের একটি মন্তব্য নেটাগরিকদের রীতিমতো সরগরম করে তুলেছে। 

Advertisement

পাক ক্রিকেটার সরফরাজ আহমেদের লাইভ শোয়ের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। আর তারপরেই রীতিমতো অগ্নিশর্মা নেটিজেনরা। তীব্র ট্রোলিংয়ের শিকার হয়েছেন পাক অভিনেত্রী। ঠিক কী ঘটেছে? সানা জাভেদ সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সরফরাজের সঙ্গে একটি টিভি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 'ডাব্বা খোল' নামক একটি সেগমেন্ট চলছিল। সেখানে সরফরাজকে নিয়ে একপ্রকার উপহাস করেন তিনি।

সানা বলেন, "কেউ তোমার ভিতরে একটা চাবি ঢুকিয়ে দিয়েছে। এমনভাবে কথা বলছ যেন কেউ তোমাকে খেলনার মতো আহত করেছে।" সরফরাজের জবাব, "যেখানে খেলার কথা ছিল সেখানেই খেলেছি।" এরপর সানা ব্যঙ্গ করে বলেন, "আমার স্বামীর সঙ্গে আমি যেভাবে খুশি খেলতে পারি।" যদিও পরিস্থিতির গুরুত্ব বুঝে গম্ভীর থাকাকেই ঠিক বলে মনে করেছিলেন সরফরাজ।

সানার এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তুমুল ট্রোলড হন তিনি। নেটিজেনদের মতে, সরফরাজের সঙ্গে এরকম আচরণ করা মোটেও শোভা পায় না। যতই হোক, সরফরাজ খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। কেউ কেউ এই আচরণকে 'অসম্মানজনক' বলেছেন। কেউ তাঁকে বলেছেন 'অভদ্র'। এমনকী তাঁকে লাইভ শো থেকে নিষিদ্ধ করার দাবিও করা হয়েছে। একজন ভক্ত লিখেছেন, 'বিয়ের পর বড্ড অহংকারী হয়ে উঠেছেন।' অনেকে আবার শোয়েবের উদ্দেশে বলেছেন, 'স্ত্রীকে ভদ্রতা শেখান।'

সানিয়া মির্জার ভক্তরা সানা জাভেদকে নিয়ে এমনিতেই নানা সমালোচনা করে থাকেন। এরপর সরফরাজ আহমেদের সমর্থকরাও এতে যোগ দিয়েছেন। যা বিতর্ককে আরও বাড়িয়ে তুলেছে। সানা এখন এই সমালোচনার কোনও জবাব দেন কিনা, সেটা দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সানা জাভেদের একটি মন্তব্য নেটনাগরিকদের রীতিমতো তাতিয়ে তুলেছে। 
  • তীব্র ট্রোলিংয়ের শিকার হয়েছেন পাক অভিনেত্রী।
  • কেউ কেউ এই আচরণকে 'অসম্মানজনক' বলেছেন।
Advertisement