shono
Advertisement
Pakistan Cricket Team

লজ্জার নজির গড়ে টি-২০ সিরিজ হার পাকিস্তানের, শূন্য রানের হ্যাটট্রিক করতেই ট্রোলড নওয়াজ

নিজেদের লজ্জার রেকর্ড নিজেরাই ভাঙল তারা।
Published By: Prasenjit DuttaPosted: 05:13 PM Mar 26, 2025Updated: 05:16 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেরে রেকর্ড গড়ায় সিদ্ধহস্ত পাকিস্তান। ফের একবার তাদের ব্যাটিং বিপর্যয় দেখা গেল। আর তাতেই কুপোকাত সলমন আগারা। ১-৪ ব্যবধানে হেরে টি-টোয়েন্টি সিরিজে গোল্লায় গেল পাকিস্তান। কেবল তাই নয়, আজও হেরে রেকর্ড গড়েছে পাকিস্তান। বলা ভালো, হারের দিক থেকে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল তারা।

Advertisement

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া পাকিস্তান আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। মাত্র ১২৮ রান হেলায় তুলে নেয় কিউয়িরা। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান বান্ডিল হয়ে গিয়েছিল ৯১ রানে। ৫৯ বল বাকি থাকতেই সেই ম্যাচ জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। আর আজ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে ৬০ বল হাতে রেখেই জিতে নিল তারা। সবচেয়ে বেশি বল বাকি থাকা অবস্থায় টি-টোয়েন্টিতে পাকিস্তানের সবচেয়ে বড় হার এটা।

এখানেই শেষ নয়। পাঁচ ম্যাচে তৃতীয়বার শূন্য করে কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন হাসান নওয়াজ। এই নওয়াজই বাবরকে টপকে নওয়াজের রেকর্ড গড়া সেঞ্চুরি করেছিলেন তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। সেদিন ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানকে জয় উপহার দিয়েছিলেন তিনি। যদিও সেসব ভুলে তাঁকে নিয়ে রীতিমতো ট্রোলের খেলায় মেতে উঠেছেন নেটিজেনরা।

প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। অধিনায়ক সলমন আগা (৫১) এবং শাদাব খান (২৮) ছাড়া আর কোনও পাক ব্যাটার বলার মতো রান পারেননি। মহম্মদ হ্যারিসের ১১ রান বাদ দিলে বাকি পাকিস্তান ব্যাটারদের রান সংযুক্ত করলে মোবাইল নম্বরের মতো দেখাবে। কিউয়ি মিডিয়াম পেসার জেমস নিশাম পান ২২ রানে ৫ উইকেট। মূলত তাঁর সামনেই খড়কুটোর মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।

জবাবে মেজাজি শুরু করেন দুই কিউয়ি ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ১২ বলে ২৭ রানে যখন অ্যালেন আউট হন, তখন নিউজিল্যান্ডের স্কোর ৬.২ ওভারে ৯৩। অপরপ্রান্তে তখন ব্যাট হাতে তাণ্ডব নৃত্য করছেন সেইফার্ট। শেষমেশ তিনি ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসটি সাজানো ৬টি চার, ১০টি বিশাল ছয় দিয়ে। ২৯ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেও পাকিস্তানের একদিনের দলে রয়েছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হেরে রেকর্ড গড়ায় সিদ্ধহস্ত পাকিস্তান।
  • ফের একবার তাদের ব্যাটিং বিপর্যয় দেখা গেল।
  • ১-৪ ব্যবধানে হেরে টি-টোয়েন্টি সিরিজে গোল্লায় গেল পাকিস্তান।
Advertisement