সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল থেকে কিছুতেই শিক্ষা নিচ্ছেন না লখনউয়ের দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। এর আগে নোটবুক সেলিব্রেশন করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। দিতে হয়েছে জরিমানাও। এবার এক ম্যাচের জন্য নির্বাসিত হলেন দিগ্বেশ। সেই সঙ্গে বড় জরিমানাও দিতে হবে তাঁকে।
সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ করে ২০৫ রান। ঋষভ পন্থ ফেরেন মাত্র ৭ রানে। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। ২০ বলে ৫৯ রান করে লখনউ বোলারদের নিয়ে কার্যত ছিনিমিনি খেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁকে ফেরান দিগ্বেশই। তারপরই বিতর্কের সূত্রপাত।
প্রথমে অভিষেককে 'টাটা' করে ডাগ আউটের পথ দেখান লখনউ স্পিনার। তারপর নোটবুক সেলিব্রেশনও করেন। এখানেই শেষ নয়। অভিষেক যখন ফিরে যাচ্ছেন, তখন তাঁকে কিছু একটা বলেন দিগ্বেশ। তারপর আর মাথা ঠান্ডা রাখতে পারেননি হায়দরাবাদের ব্যাটার। তিনিও তেড়ে যান দিগ্বেশের দিকে। দুজনেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।
সেটার জেরেই বড়সড় শাস্তির মুখে পড়লেন দিগ্বেশ। এর আগেও তাঁকে জরিমানা করে সতর্ক করা হয়েছিল। কিন্তু একই ধরনের 'অসভ্যতা' করায় তাঁকে এবার এক ম্যাচের জন্য নির্বাসিত করা হল। ফলে গুজরাটের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। এছাড়া তাঁর ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হবে। সেই সঙ্গে অবশ্য অভিষেকেরও ম্যাচ ফির পঁচিশ শতাংশ কাটা হবে।
আইপিএলের (IPL 2025) তরফ থেকে বলা হয়েছে, '২.৫ ধারার অধীনে এটা তৃতীয়বার লেভেল ১ অপরাধ। দিগ্বেশের নামে দুটি ডিমেরিট পয়েন্ট জুড়েছে। এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুই ডিমেরিট পয়েন্ট জুড়েছিল।'
