shono
Advertisement
Hardik Pandya

মড়ার উপর খাঁড়ার ঘা, গুজরাটের বিরুদ্ধে হারের পর মোটা অঙ্কের জরিমানা হার্দিকের

স্লো ওভার রেটের কারণে এই জরিমানার সাজা।
Published By: Prasenjit DuttaPosted: 02:04 PM Mar 30, 2025Updated: 02:07 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। আইপিলের শুরুটা ভালো হয়নি তাদের। পরপর দুই ম্যাচ হেরে এমনিতেই বিপর্যস্ত। তার মধ্যেই আবার খারাপ খবর হার্দিকের জন্য। ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। শনিবারের ম্যাচে স্লো ওভার রেটের কারণে এই জরিমানার সাজা।

Advertisement

আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে। তবে প্রথমবার এই ভুলের কারণে পাণ্ডিয়াকে কেবল আর্থিক জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে। এটা আইপিএলের আচরণবিধির ২.২ ধারার অপরাধ। উল্লেখ্য, তিনি গত মরশুমেও একই অপরাধ করেছিলেন।

মজার ব্যাপার হল, গত মরশুমে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন হার্দিক। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এবার প্রথম ম্যাচ খেলতে পারেননি। সাসপেনশন কাটিয়ে গত কালই তিনি দলে ফিরেছিলেন। তবে, ফিরেই তাঁকে শাস্তির কবলে পড়তে হল। যদিও আইপিএলের নতুন নিয়মের কারণে এবার তাঁকে ম্যাচ নির্বাসনের কবলে পড়তে হবে না। পরিবর্তে প্রথমবার ভুলের কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে তাঁকে। দ্বিতীয়বার যদি একই ভুল করলে দেওয়া হবে ৪ ডিমেরিট পয়েন্ট। সেক্ষেত্রে ম্যাচ ফি'র ২৫ থেকে ৭৫ শতাংশ খোয়াতে হবে তাঁকে।

শনিবার রাতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে হারার পর হার্দিক বলছিলেন, “সবে দু'টো ম্যাচ হয়েছে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আশা করি সেটা দ্রুত করে দেখাতে পারবে আমাদের ব্যাটসম্যানেরা।” হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুম্বই অধিনায়কের সংযোজন, “ফিল্ডিং করার সময়ও আমরা পেশাদারিত্ব দেখাতে পারিনি। অতিরিক্ত ২০-২৫ রান দিতে হয়েছে।”

মুম্বইয়ের পরবর্তী ম্যাচ ৩১ মার্চ। ঘরের মাঠে তাঁরা কেকেআরের বিপক্ষে খেলবে। এখন দেখার, ওয়াংখেড়েতে মুম্বইয়ের ভাগ্য বদলায় কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিলের শুরুটা ভালো হয়নি তাদের।
  • তার মধ্যেই আবার খারাপ খবর হার্দিকের জন্য।
  • ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
Advertisement