shono
Advertisement
Mitchell Strac

দিল্লির জার্সিতে রেকর্ড স্টার্কের, কেকেআর অধ্যায় ভুলে নতুন দলে মজে অজি পেসার

হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেট তুলে ম্যাচের সেরা হন স্টার্ক।
Published By: Arpan DasPosted: 08:47 PM Mar 30, 2025Updated: 08:47 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার তিনি ছিলেন নাইট রাইডার্সের তুরুপের তাস। ফাইনালে দুরন্ত বোলিং করে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। এবার মিচেল স্টার্কের নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস। সেখানে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট তুলে নয়া রেকর্ড গড়লেন অজি পেসার। তারপর জানালেন, নতুন দল ও নতুন ক্রিকেটারদের সঙ্গে খুশি তিনি।

Advertisement

হায়দরাবাদের বিরুদ্ধে আগুনে মেজাজে ছিলেন কামিন্স। ৫ উইকেট তুলে ম্যাচের সেরাও হন। আপাতত তাঁর মাথাতে পার্পল ক্যাপ। হায়দরাবাদের ১৬৪ রানের লক্ষ্য তুলে নিতে কোনও অসুবিধাই হয়নি দিল্লির। বিদেশি বোলার হিসেবে একমাত্র কামিন্সই দিল্লির হয়ে ৫ উইকেট তোলার রেকর্ড গড়লেন। এর আগে ২০০৮ সালে অমিত মিশ্র ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৫ উইকেট তুলেছিলেন। তখন অবশ্য নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। এই দুজন ছাড়া দিল্লির আর কোনও বোলার পাঁচ উইকেট তুলতে পারেনি।

ম্যাচের পর স্টার্ক বলেন, "দিনটা ভালোই কাটল। সব দিকেই আমরা ভালো খেলেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি অহংকার থাকা ভালো নয়। জীবন কখন বদলে যায় বলা যায় না। অনেক নতুন কিছু চেষ্টা করতে হয়। অভিজ্ঞতা যতই থাক, বলে পার্থক্য আনতে হয়। সেগুলো আজ কাজ করেছে। নতুন ও তরুণ প্লেয়ারদের সঙ্গে খেলছি। যাদের সঙ্গে আগে খেলিনি। এই নতুনদের সঙ্গে খেলে দারুণ লাগছে।" হায়দরাবাদের বিরুদ্ধে স্টার্ক তুলে নেন ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতীশ রেড্ডি, উইয়ান মুল্ডার ও হর্ষল প্যাটেলের উইকেট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতবার তিনি ছিলেন নাইট রাইডার্সের তুরুপের তাস। ফাইনালে দুরন্ত বোলিং করে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন।
  • এবার প্যাট কামিন্সের নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস। সেখানে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট তুলে নয়া রেকর্ড গড়লেন অজি পেসার।
  • তারপর জানালেন, নতুন দোল ও নতুন ক্রিকেটারদের সঙ্গে খুশি তিনি।
Advertisement