সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন তারকা তুলে আনার ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের নামডাক আছে। জশপ্রীত বুমরাহ থেকে হার্দিক পাণ্ডিয়া, তালিকা ক্রমশ দীর্ঘ হবে। এবার কি সেখানে জুড়তে চলেছে ভিগ্নেশ পুথুরের (Vignesh Puthur) নাম? মুম্বই ম্যাচ হারলেও তিন উইকেট নিয়ে চর্চায় কেরলের 'চায়নাম্যান' বোলারের ভেলকি। ২৪ বছর বয়সি ক্রিকেটার ম্যাচ শেষে পেলেন ধোনির (MS Dhoni) বাহবা।

অথচ প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত অভিষেকই হয়নি ভিগ্নেশের। বাড়ি কেরলের মল্লপুরম জেলায়। বাবা পেশায় অটোচালক। কেরিয়ার শুরু হয়েছিল মিডিয়াম পেসার হিসেবে। পরে স্থানীয় কোচের পরামর্শে মন দেন লেগ স্পিনে। আর সেখান থেকেই শুরু নতুন সফর। কুলদীপ যাদবের মতো তিনিও বাঁহাতি রিস্ট স্পিনার। এককথায় চায়নাম্যান বোলার। ফলে তাঁর লেগ স্পিন বা গুগলি, দুটোই ব্যাটারদের সমস্যায় ফেলে। সেভাবেই ফাঁদে ফেলে ভিগ্নেশ আউট করলেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে ও দীপক হুডাকে।
এদিনই আইপিএলে (IPL 2025) অভিষেক হল ভিগ্নেশের। আর সেটাও হল রোহিত শর্মার বদলে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন তিনি। সিএসকে অবশ্য ৪ উইকেটে সহজেই ম্যাচ জেতে। ম্যাচের পর দেখা গেল ধোনির সঙ্গে কথা বলছেন ভিগ্নেশ। বেশ কয়েকবার মুম্বই বোলারের পিঠ চাপড়ে দিলেন মাহি। যা দেখে রবি শাস্ত্রীও বলে উঠলেন, "ভিগ্নেশ এই মুহূর্ত অনেক দিন ভুলবে না।" তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে জানা যায়নি। সূর্যকুমার যাদবও ভিগ্নেশের প্রশংসায় পঞ্চমুখ।
কেরলের সিনিয়র দলে না খেললেও বয়স ভিত্তিক পর্যায়ে খেলেছেন। এবার নিলাম থেকে তাঁকে মাত্র ৩০ লক্ষ টাকায় তুলে নেয় মুম্বই। তারপর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে নেট বোলার হিসেবে পাঠায় মুম্বই। সেখানে রশিদ খানের সঙ্গে অনুশীলনের সুযোগও মেলে। অবশেষে আইপিএলে অভিষেক। আর তাতেই চর্চায় ভিগ্নেশ পুথুর।