সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এখন আর চেন্নাইয়ের অধিনায়ক নন। কিন্তু সিএসকে-র হৃদপিণ্ড যে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), সেটা নিয়ে কোনও সংশয় নেই। তাঁকে দেখার জন্যই উৎসুক থাকে 'ইয়েলো আর্মি'। উইকেটের পিছন থেকে এখনও ম্যাচ বদলে দিতে পারেন। কিন্তু বকলমে কি তিনিই অধিনায়ক? সেই নিয়ে মুখ খুললেন ধোনি নিজেই।

আইপিএলের (IPL 2025) প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে চেন্নাই। সূর্যকুমার যাদবকে যেভাবে বিদ্যুৎগতিতে স্ট্যাম্প করলেন, তাতে কে বলবে ধোনির বয়স ৪৩। পরে ব্যাট করতেও নামেন। যদিও ছক্কা মেরে ম্যাচ জেতান রাচীন রবীন্দ্র। হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক ঋতুরাজ। কিন্তু মাঠে তাঁর সিদ্ধান্তে কি হস্তক্ষেপ করেন ধোনি? সেটা অস্বীকার করলেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক।
সম্প্রচারকারী চ্যানেলের একটি ভিডিওয় ধোনির বক্তব্য, "সত্যি কথা বলতে, ৯৯ শতাংশ সিদ্ধান্ত ওই নেয়। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো, সমস্ত বড় সিদ্ধান্ত ঋতুরাজই নেয়। আমি শুধু মাঝেমধ্যে ওকে সাহায্য করি। ও কিন্তু খুব ভালোভাবে প্লেয়ারদের সামলাচ্ছে।" গতবারই চেন্নাইয়ের নেতৃত্বভার ঋতুরাজের কাঁধে এসে পড়ে। তবে গত মরশুমে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি চেন্নাই।
ধোনি অবশ্য ঋতুরাজের নেতৃত্বের প্রশংসাই করছেন। তিনি বলেন, "ও খুব ঠান্ডা মাথার। সেই কারণেই ওকে অধিনায়ক করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে আমি ওকে বলেছি, 'আমি তোমাকে পরামর্শ দিচ্ছি মানে এই নয় যে সেটা তোমাকে মানতেই হবে। আমি সেটা থেকে যতটা সম্ভব দূরে থাকারই চেষ্টা করি।' তারপরও লোকে ভাবে, নেপথ্যে থেকে আমিই সব সিদ্ধান্ত নিই।"