রাজস্থান রয়্যালস: ১৫১/৯ (জুড়েল ৩৩, যশস্বী ২৯, বরুণ ২/১৭)
কলকাতা নাইট রাইডার্স: ১৫৩/২ (ডি'কক ৯৭*, অঙ্গকৃষ ২২*)
৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুয়াহাটির মাঠে চ্যাম্পিয়নের মেজাজে ফিরল কলকাতা নাইট রাউইডার্স (KKR)। সুনীল নারিনকে ছাড়াই ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করল বেগুনি জার্সিধারীরা। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে দুরন্ত কামব্যাক করে অজিঙ্ক রাহানেরা ঝুলিতে পুরলেন দুই পয়েন্ট। প্রথমে বোলারদের আঁটসাট বোলিং, পরে কুইন্টন ডি'ককের অনবদ্য ব্যাটিং-সবমিলিয়ে রিয়ান পরাগের ঘরের মাঠে গিয়ে ম্যাচ ছিনিয়ে নিল কেকেআর।

ইডেনে হারের পর বুধবার গুয়াহাটিতে খেলতে নামে নাইট বাহিনী (KKR)। রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের ঘরের মাঠ। সেখানে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু নাইট অধিনায়ক টসের সময়েই জানান, নারিন অসুস্থ। তাই ক্যারিবিয়ান তারকার পক্ষে বুধবারের ম্যাচ খেলা সম্ভব নয়। পরিবর্ত হিসাবে মইন আলিকে নামানো হবে এদিনের ম্যাচে।
নারিনকে ছাড়াই ইনিংসের শুরু থেকেই আঁটসাট বোলিং করলেন বরুণরা। রাজস্থান ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানেন বৈভব আরোরা। চতুর্থ ওভারে তিনি ফেরান সঞ্জু স্যামসনকে। তারপরে নিয়মিত উইকেট হারাতে থাকে রাজস্থান। যশস্বী জয়সওয়াল (২৯), রিয়ান পরাগ (২৫) কেউই বড় রান পাননি। রানের গতি বাড়াতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হয় শুভম দুবেকে। তিনিও মাত্র ৯ রানে আউট হয়ে যান। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান তোলে রাজস্থান।
বোলিংয়ে নারিনের অভাব টের না পেলেও, ব্যাটিং শুরুর সময়ে ক্যারিবিয় তারকার না থাকাটা খানিক ভুগিয়েছে কেকেআরকে। ওপেন করতে নেমে বেশ সমস্যায় পড়েন মইন। ১২ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান। তবে উইকেটের অপর প্রান্তে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন ডি'কক। পিচ খানিকটা কঠিন হলেও মারকুটে ব্যাটিং চালিয়ে যান প্রোটিয়া তারকা। শেষ পর্যন্ত সেঞ্চুরি অবশ্য এল না তাঁর ব্যাট থেকে। ৬১ বলে ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন নাইট ওপেনার। তবে এদিনও রান পাননি রাহানে। মাত্র ১৮ রানে আউট হন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ১৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন অঙ্গকৃষ রঘুবংশী।