সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার তিনি। দলে থাকলেও তাঁর ইউটিউব চ্যানেল ধরে ধরে ম্যাচ বিশ্লেষণ করে। 'অ্যাশ কি বাত' নামে এই হিন্দি চ্যানেলে হারের হ্যাটট্রিকে কোণঠাসা সিএসকে নিয়েও আলোচনা চলে। সেই আলোচনা কখনও সমালোচনার রূপ নেয়। আর তাতেই শুরু বিতর্ক। যার জেরে পিছু হটতে বাধ্য হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের চ্যানেল।
ব্যাপারটা আসলে কী? অনেকের প্রশ্ন ছিল, সিএসকে'র নিয়মিত খেলোয়াড় অশ্বিন। তাই কীভাবে তাঁর ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ চলতে পারে? এরপরই পিছিয়ে আসে তাঁর চ্যানেল। জানিয়ে দেওয়া হয়, আপাতত কোনও সিএসকে ম্যাচেরই বিশ্লেষণ করবে না তাঁর চ্যানেল।
অশ্বিনের ইউটিউব চ্যানেলের অ্যাডমিনরা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 'গত সপ্তাহে এই ফোরামে এক আলোচনা নিয়ে বিতর্ক হয়েছে। চলতি মরশুমের বাকি সময় সিএসকে'র ম্যাচগুলি নিয়ে কোনও বিশ্লেষণ হবে না। ম্যাচ প্রিভিউ এবং রিভিউ দুই-ই আপাতত বন্ধ থাকবে। সকলের দৃষ্টিভঙ্গিকে সমান গুরুত্ব দিই। সকলেই তাঁদের মূল্যবান মতামত জানান। আমাদের প্ল্যাটফর্মটি সততার সঙ্গে কাজ করে। যদি আমাদের কথায় কেউ আঘাত পান, তাহলে ক্ষমাপ্রার্থী। তবে, সিএসকে ছাড়া আমরা আইপিএলের বাকি ম্যাচ নিয়ে বিশ্লেষণ করব।'
প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের চ্যানেলে ম্যাচ বিশ্লেষণের জন্য অতিথি হয়ে আসেন অনেকেই। তেমনই একজন ভারতীয় বংশোদ্ভূত প্রসন্ন আগোরাম। থাকেন দক্ষিণ আফ্রিকায়। তাঁর আরও এক পরিচয় হল তিনি আরসিবি'র প্রাক্তন ডেটা অ্যানালিস্ট। তিনি সিএসকে'তে আফগান স্পিনার নুর আহমেদকে দলে নেওয়ার ব্যাপারে সুর চড়িয়েছিলেন। কারণ দলে তো অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো স্পিনার ছিলেনই। যা নিয়ে নেটপাড়ায় তুমুল হইচই হয়। যার জেরে পিছু হটতে বাধ্য হল অশ্বিনের চ্যানেল। উল্লেখ্য, তাঁর এই ইউটিউব চ্যানেলে ১৬ লক্ষ ফলোয়ার।