shono
Advertisement
Abhishek Sharma

৪০ বলে সেঞ্চুরি, দলকে জিতিয়ে চিরকুট সেলিব্রেশন অভিষেকের, কী বার্তা সমর্থকদের?

আগের ৫টি ম্যাচ ব্যর্থ হলেও এদিন পাঞ্জাবের বিরুদ্ধে জ্বলে ওঠেন অভিষেক শর্মা।
Published By: Amit Kumar DasPosted: 12:24 AM Apr 13, 2025Updated: 12:36 AM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর চওড়া ব্যাটে ভর করে ২৪৫ রানের বিরাট লক্ষ্য পার করেছে হায়দরাবাদ। মাত্র ৪০ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি। যা আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও বটে। আর সেই সেঞ্চুরির পরই পকেট থেকে চিরকুট বের করে অভিনব সেলিব্রেশন অভিষেক শর্মার। কার্যত তাঁর একার কাঁধে ভর করে পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ। তবে কী ছিল তাঁর চিরকুটে? যা ঘিরে শুরু হয়েছে জল্পনা। 

Advertisement

শনিবার হায়দরাবাদের ২২ গজে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব। পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ (১৩ বলে ৩৬) ও প্রভশিমরন (২৩ বলে ৪২) হায়দরাবাদের বোলারদের নিয়ে কার্যত ছিনিমিনি খেলেন। তাঁরা আউট হলেও শ্রেয়স আইয়ার ও নেহালের ব্যাটে ভর করে স্কোরবোর্ড দৌড়তে থাকে তেজি ঘোড়ার মতো। ৪ ওভারে ৭৫ রান দেন শামি। প্রথম ইনিংসের শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৫৪। ঘরের মাঠ হলেও এই বিরাট লক্ষ্য তাড়া করা যথেষ্ট কঠিন ছিল হায়দরাবাদের জন্য। তবে এই কঠিন কাজই কার্যত হেলায় শেষ করলেন অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড। অর্শদীপ সিং, মারকো জানসেন, চাহালদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন এই দুই তারকা। হেড ৩৭ বলে ৬৬ রান করে যুজবেন্দ্র চাহালের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তবে আগের ৫টি ম্যাচ ব্যর্থ হলেও এদিন জ্বলে উঠতে দেখা যায় অভিষেককে। মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অভিনব সেলিব্রেট করতে দেখা যায় তাঁকে।

সেঞ্চুরির পর পকেট থেকে একটি কাগজ বের করেন অভিষেক শর্মা। যে কাগজে লেখা ছিল এই ইনিংসটি অরেঞ্জ আর্মির জন্য। অর্থাৎ এই শতরানের ইনিংসটি হায়দরাবাদের সমর্থকদের জন্য উৎসর্গ করলেন অভিষেক শর্মা। অর্শদীপ সিংয়ের বলে অভিষেক যখন আউট হন তখন স্কোরবোর্ডে রান ২ উইকেটে ২২২। ১০টি ছয় ও ১৪টি চারে অভিষেকের একার রান ৫৫ বলে ১৪১। জয়ের লক্ষ্যে পৌঁছতে তখন আর বাকি মাত্র ২৪ রান। এই কাজটুকু দায়িত্ব নিয়ে সামলে দেন হেনরিক ক্লাসেন ও ঈষান কিশান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিষেকের চওড়া ব্যাটে ভর করে ২৪৫ রানের বিরাট লক্ষ্য পার হায়দরাবাদের।
  • ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি অভিষেকের।
  • কার্যত একার কাঁধে দলকে জিতিয়ে পকেট থেকে চিরকুট বের করে জয় সেলিব্রেট করলেন অভিষেক শর্মা।
Advertisement