shono
Advertisement
Riyan Parag

মাঠকর্মীদের সঙ্গে অভব্য আচরণ রিয়ানের! 'ধোনিকে হারিয়ে আকাশে উড়ছে', তোপ নেটপাড়ার

ম্যাচের পর কী করলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক?
Published By: Arpan DasPosted: 05:21 PM Mar 31, 2025Updated: 05:21 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্রথম দু'ম্যাচ হারের পর অবশেষের জয়ের দেখা পেল রাজস্থান। সঞ্জু স্যামসনের জায়গায় নেতৃত্ব দিয়ে সাফল্য পেলেন রিয়ান পরাগ। কিন্তু তারপরই বিতর্কে জড়ালেন রাজস্থান অধিনায়ক। একে তো জরিমানা দিতে হবে রিয়ানকে। তারপর মাঠকর্মীদের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisement

অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে চেন্নাইকে ৬ রানে হারিয়েছে রাজস্থান। ম্যাচের পর দেখা যায় মাঠকর্মীরা রিয়ানের সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসেন। রাজস্থানের বর্তমান অধিনায়ক তাঁদের আবদারে সাড়া দিয়ে সেলফিও তোলেন। গোলমাল বাঁধে ছবি তোলার পর। মাঠকর্মীদের হাতে ফোন দেওয়ার বদলে সেটা ছুড়ে দেন রিয়ান। আর তাতেই আপত্তি নেটিজেনদের।

অনেকের বক্তব্য, 'ভদ্রভাবে ফোন দেওয়া উচিত ছিল'। অনেকে বলছেন, 'ধোনির দলকে হারিয়ে আকাশে উড়ছে'। কেউ আবার বলছেন, 'শুধু প্লেয়ার হিসেবে নয়, এখনও অনেক কিছু শেখার আছে রিয়ানের'। আবার অনেকে ফিরিয়ে আনছেন আগের ম্যাচের স্মৃতি। যেখানে এক ভক্ত মাঠে ঢুকে রিয়ানকে প্রণাম করেছিল। নেটদুনিয়ার বক্তব্য, 'রিয়ানের মতো মানুষ কারও আদর্শ হতে পারে না'।

রিয়ানের জন্ম অসমে। জাতীয় দলেও খেলেছেন তিনি। অসমে তাঁর যথেষ্ট জনপ্রিয়তা। ফলে মাঠকর্মীরা তাঁর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে রিয়ান কেন এরকম আচরণ করেছেন, সেটা ভেবেই অবাক অনেকে? তবে শুধু সমর্থকদের থেকে কটাক্ষ নয়, স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে রাজস্থানের বর্তমান অধিনায়ককে। আইপিএল আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করে এই প্রথমবার মন্থর ওভার রেটের কারণে শাস্তি হল রিয়ানের। উল্লেখ্য, তিনটি ম্যাচের জন্য রাজস্থানের নেতৃত্ব পেয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের প্রথম দু'ম্যাচ হারের পর অবশেষের জয়ের দেখা পেল রাজস্থান।
  • সঞ্জু স্যামসনের জায়গায় নেতৃত্ব দিয়ে সাফল্য পেলেন রিয়ান পরাগ। কিন্তু তারপরই বিতর্কে জড়ালেন রাজস্থান অধিনায়ক।
  • একে তো জরিমানা দিতে হবে রিয়ানকে। তারপর মাঠকর্মীদের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন উঠছে।
Advertisement