সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টাদশ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাই সুপার কিংসকে তারা ৬ রানে হারিয়ে দিয়েছে। তবে, ম্যাচের পরেরদিনই সঞ্জু স্যামসন গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর বিমান ধরলেন। দলের সঙ্গ ছেড়ে হঠাৎ দক্ষিণী রাজ্যে উড়ে গেলেন কেন তিনি?

জানা গিয়েছে, তিনি উইকেটকিপিংয়ের ছাড়পত্র পেতে মরিয়া। সেই কারণেই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের পথে পা বাড়িয়েছেন। এখান থেকে তিনি ছাড়পত্র পেয়ে গেলে সেটা রাজস্থানের জন্য সুখের খবর। কারণ ছাড়পত্র পেয়ে গেলে তাঁকে আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে হবে না। অধিনায়কত্বও ফিরে পাবেন। আপাতত তাঁর জায়গায় দলের উইকেটরক্ষা করছেন ধ্রুব জুড়েল।
ডান হাতের আঙুলে অস্ত্রোপচার হয়েছিল সঞ্জুর। সেই কারণে উইকেটকিপিং বা ফিল্ডিংয়ের অনুমতি পাননি তিনি। তবে, ব্যাট করার অনুমতি পেয়েছিলেন। সেই কারণেই তিনি প্রথম তিন ম্যাচ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন। জানা গিয়েছে, সিওই'তে স্পোর্টস সায়েন্স উইংয়ে পরীক্ষা হবে তাঁর। পাশ করলে মিলবে ছাড়পত্র।
সূত্রের খবর, তাঁর আঙুলের আঘাত সম্পূর্ণ সেরে গিয়েছে। উইকেটকিপিংয়ের দায়িত্ব নেওয়ার জন্যও এখন তিনি যথেষ্ট ফিট। রাজস্থান রয়্যালসের পরবর্তী ম্যাচ ৫ এপ্রিল। বিপক্ষে পাঞ্জাব কিংস। সুতরাং, হাতে বেশ কিছুদিন সময় রয়েছে। তাই সুঞ্জুর ফিট হয়ে উঠতে কোনও সমস্যা হবে না।
এবারের আইপিএলের প্রথম ম্যাচেই সঞ্জু করেছিলেন ৩৭ বলে ৬৬। তারপর চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। কেকেআরের বিরুদ্ধে ১৩ এবং সিএসকে'র বিরুদ্ধে করেছেন ২০। এখন দেখার, বিসিসিআইয়ের কাছে ছাড়পত্র পান কিনা তিনি।