সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ টেবিলে সবার নীচে চেন্নাই সুপার কিংস। প্লে অফে যাওয়ার আশা প্রায় শেষ পাঁচবারের চ্যাম্পিয়ন দলের। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধেও হারতে হয়েছে ধোনিদের। কিন্তু এই দুরবস্থার জন্য দায়ী কে? ধোনি বা রুতুরাজ গায়কোয়াড় নয়। চেন্নাই প্রাক্তনী সুরেশ রায়নার মতে, তারা ভুল করে ফেলেছে নিলাম টেবিলেই। সহমত পোষণ করেন হরভজনও।
নিলামের আগে সিএসকে রিটেইন করেছিল রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেশ থিকসানা ও মহেন্দ্র সিং ধোনিকে। হাতে ছিল ৫৫ কোটি টাকা। কিন্তু নিলামে সেই টাকা যথাযথ ভাবে ব্যবহার করা হয়নি বলেই মনে করেন রায়না-হরভজনরা।
রায়নার বক্তব্য, "নিলামে এত প্রতিভাবান তরুণ প্লেয়ার ছিল। তাঁদের নেওয়া হল না কেন? এত টাকা নিয়েও ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলকে ছেড়ে দিলেন। চেন্নাইকে এত কষ্ট করতে কোনও দিন দেখিনি।" অন্যদিকে হরভজন বলছেন, "সিএসকে খুবই বড় দল। কিন্তু নিলামে আর ভালো প্লেয়ার কিনতে পারত। এমন অনেক তরুণ ক্রিকেটার আছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা প্রতিভা খুঁজে আনেন, তাঁদের সঙ্গে এখনই কথা বলা উচিত যে, তোমরা কী হিসেবে এদের বেছে নিয়েছ।"
৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চেন্নাই। প্লে অফের আশা যে ক্রমশ কমে আসছে, সেটা ধোনিও একপ্রকার মেনেই নিয়েছেন। মুম্বইয়ের কাছে হারার পর তিনি বলেন, “আমরা প্রয়োজনীয় ক্রিকেটটা খেলতে পারছি না। একটা একটা ম্যাচ দেখে এগোতে হবে। যদি আমরা এবার প্লে অফে না যেতে পারি, তবে টিম কম্বিনেশন কী হবে, সেটা এখন থেকেই ভাবতে হবে।”
