shono
Advertisement
IPL 2025

আইপিএল শুরুর আগে লখনউয়ের চিন্তা বাড়িয়ে ছিটকে গেলেন পেসার, বিকল্প হিসাবে কাকে নেওয়া হল?

চোটের তালিকায় লখনউয়ের আরও দুই পেসার।
Published By: Prasenjit DuttaPosted: 12:51 PM Mar 21, 2025Updated: 12:51 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল। তার আগে একের পর এক দুঃসংবাদ লখনউ শিবিরে। ময়াঙ্ক যাদব দলে ফিরবেন কিনা ঠিক নেই। তার উপর ছিটকে গেলেন মহসিন খানও। পেশিতে চোট। তাই আইপিএলে বল করতে দেখা যাবে না সম্ভলের এই ক্রিকেটারকে। তবে তাঁর জায়গায় কাকে দলে নেওয়া হবে, ঠিক করে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্ট।

Advertisement

তিন মাসের বেশি সময় ধরে খেলতে পারেননি মহসিন। বাঁ-হাতি এই পেসার ডিসেম্বর থেকে মাঠের বাইরে। চোট সারিয়ে তোলার চেষ্টা করছিলেন। যদিও সেই চেষ্টা আপাতত বিফলে। আহত ফাস্ট বোলারের জায়গায় লখনউ দলে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে। গত বছর চেন্নাই সুপার কিংসে খেললেও এ বছর তিনি নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন। উল্লেখ্য, লখনউ দলে চোটের তালিকায় রয়েছেন আরও দুই পেসার। আভেশ খান এবং আকাশ দীপ। এখন তাঁরা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে।

২০২২ থেকে মহসিন খান লখনউ দলের সঙ্গে যুক্ত। গত বছর বোলিং নজর কেড়েছিল। ২৩ ম্যাচে নিয়েছিলেন ২৭ উইকেট। তাই তাঁর চোট পেয়ে ছিটকে যাওয়ার খবর লখনউ ফ্যানেদের কাছে যথেষ্ট উদ্বেগের। এদিকে, তাঁর জায়গায় শার্দূলকে নেওয়ায় উঠছে প্রশ্নও। কারণ গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে তাঁর পারফরম্যান্স মোটেও আহামরি ছিল না। ৯ ম্যাচ খেললেও উইকেট পেয়েছিলেন মাত্র ৫টি। গড় ছিল ৬১.৮০। ব্যাট হাতেও বলার মতো কিছু করতে পারেনি। তবে, সবমিলিয়ে ৯৫ ম্যাচের ৯২ ইনিংসে পেয়েছেন ৯৪টি সাফল্য। সেই দিক থেকে অভিজ্ঞতাও রয়েছে তাঁর। হয়তো এই কারণেই নিলামে অবিক্রিত এই ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। তাছাড়া চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো ছন্দ। 

আসন্ন আইপিএলে লখনউয়ের প্রথম ম্যাচ ২৪ মার্চ। তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। বিশাপত্তনমে হবে এই ম্যাচ। জানা গিয়েছে, শার্দূলকে এই দক্ষিণী রাজ্যে গিয়ে লখনউ শিবিরে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ময়াঙ্ক যাদব দলে ফিরবেন কিনা ঠিক নেই।
  • একের পর এক দুঃসংবাদ লখনউ শিবিরে।
  • ছিটকে গেলেন মহসিন খান।
Advertisement