সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন্নাস্বামীতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফের স্বমেজাজে বিরাট কোহলি। চিপকে চেন্নাইয়ের যে পেসার তাঁকে চোখ রাঙিয়েছিলেন, সেই খলিল আহমেদকে যোগ্য জবাব দিলেন কিং। চিপকের ম্যাচেই হুঁশিয়ারি দিয়েছিলেন, 'পরের ম্যাচে আসিস তোকে দেখে নেব।' যেমন বলা, তেমন কাজ। চিন্নাস্বামীতে খলিলকে পর পর ছক্কা হাঁকালেন কোহলি। যেন আগের ম্যাচের চোখ রাঙানির জবাব দিলেন তিনি।
অবশ্য শুধু খলিলকে জবাব দেওয়ায় নয়, শনিবার কোহলির বিরাট ব্যাট প্লেঅফের দোরগোড়াতেও পৌঁছে দিল আরসিবিকে। ৩৩ বলে ৬২ রানের যে ঝোড়ো ইনিংসটা তিনি খেললেন, সেটাই সিএসকের বিরুদ্ধে জয়ের ভিত গড়ে দিয়ে গেল। শেষপর্যন্ত টানটান ম্যাচে মাত্র ২ রানে জিতে প্লেঅফে কার্যত নিশ্চিত হলেন কোহলিরা। শনিবারের ওই ম্যাচে অন্তত গোটা পাঁচেক রেকর্ডের মালিক হলেন বিরাট। সেই সঙ্গে মালিক হলেন আইপিএলের সর্বাধিক স্কোরারের প্রাপ্য কমলা টুপিও।
কী কী রেকর্ড গড়লেন বিরাট?
আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান এবং হাফ সেঞ্চুরির রেকর্ডও এখন বিরাটের দখলে। সিএসকের বিরুদ্ধে ১১৪৬ রান করেছেন বিরাট। শনিবার কোহলির ১০ নম্বর অর্ধশতরান হল। দুটিই সর্বাধিক। আইপিএলে এক দলের হয়ে ৩০০ ছক্কা হাঁকানো প্রথম ব্যাটার তিনিই। এক দলের হয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডে বিরাটই সর্বাগ্রে। আরসিবির হয়ে তাঁর ছয়ের সংখ্যা ৩০০। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল (২৬৩)। এর পরে রয়েছেন রোহিত শর্মা (মুম্বইয়ের হয়ে ২৬২টি ছয় মারেন রোহিত)। এক মাঠে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও বিরাটের দখলে। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে কোহলি মেরেছেন ১৫৪টি ছয়। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের। এই মাঠেই তিনি ১৫১টি ছয় মেরেছেন তিনি। এই মরশুমেও ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন বিরাট। এই নিয়ে আট মরশুম পাঁচশোর বেশি রান করলেন তিনি। সেই সংখ্যাটাও সর্বোচ্চ।
আর কমলা টুপির দৌড়েও তিনি সবার চেয়ে এগিয়ে। বস্তুত এই মুহূর্তে তিনিই ওই টুপির মালিক। চলতি আইপিএলে বিরাটের সংগ্রহ ৫০৫ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন গুজরাটের সাই সুদর্শন। তাঁর সংগ্রহ ৫০৪ রান।
