shono
Advertisement
Virat Kohli

কোহলি কো গুস্সা কিউ আয়া! ধোনির সামনেই কথা কাটাকাটি, পালটা কী বললেন সিএসকে পেসার?

বিরাটের রাগের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
Published By: Arpan DasPosted: 05:08 PM Mar 29, 2025Updated: 05:08 PM Mar 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছরের 'শাপমুক্তি' হয়েছে চিপকে। তাও একেবারে ৫০ রানে জয়। কোহলি নিজে রান পাননি, কিন্তু তাতে আরসিবি'র জিততে সুবিধা হয়নি। আর তারপরই রেগে গেলেন 'কিং' কোহলি। সেটা সিএসকে পেসার খলিল আহমেদের উপর। এমনকী ধোনির সামনেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুজনে।

Advertisement

ঠিক কী ঘটল চিপকে? ৩০ বলে ৩১ রানে আউট হন কোহলি। খলিলের বাউন্সারের সময় কিছুটা অস্বস্তিতেই পড়েছিলেন তিনি। তারপর সিএসকে পেসার এগিয়ে যান কোহলির দিকে। কড়া নজরে তাকিয়েও থাকেন তাঁর থেকে। বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি কোহলি। যার রেশ দেখা গেল ম্যাচের শেষে।

সিএসকে ও আরসিবি ক্রিকেটাররা হাত মিলিয়ে ফিরছিলেন। তখন একেবারে মুখোমুখি কোহলি ও খলিল। সেই ভিডিও দেখে নেটিজেনদের ধারণা খলিল হয়তো 'ঝামেলা' মিটমাট করতে চেয়েছিলেন। কিন্তু কোহলি তর্ক জুড়ে দেন তাঁর সঙ্গে।

বিষয়টা সেখানেই মেটেনি। মাঠের বাইরে জাদেজার সঙ্গে হাসিমুখেই গল্প করছিলেন কোহলি। সেই সময় খলিল এগিয়ে আসেন। তারপরই যেন মেজাজ বদলে যায়। ভাইরাল ভিডিওয় দেখা যায়, খলিলকে রীতিমতো কড়াভাষায় কিছু একটা বলছেন। খলিল অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলেও কোহলি যেন কিছুতেই শুনছেন না। এমনকী ভয় দেখানোর ভঙ্গিও করেন। খলিল কিছুটা জোর করেই হাত মেলান। তবে কারও কোনও কথা শোনা যায়নি। ফলে পরিষ্কার করে বোঝার উপায় নেই তাঁরা কী বলছেন? যদিও অনেকের বক্তব্য, খলিলকে ভয় দেখানোর জন্য কোহলি মজা করছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৭ বছরের 'শাপমুক্তি' হয়েছে চিপকে। তাও একেবারে ৫০ রানে জয়।
  • কোহলি নিজে হয়তো সেভাবে রান পাননি, কিন্তু তাতে আরসিবি'র জিততে সুবিধা হয়নি। আর তারপরই রেগে গেলেন 'কিং; কোহলি।
  • সেটা সিএসকে পেসার খলিল আহমেদের উপর। এমনকী ধোনির সামনেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুজনে।
Advertisement