সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা বছরের প্রথম দিন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর। ম্যাচের আগে দুই শিবিরের কাছে ছবিটা সামান্য ভিন্ন। শেষ ম্যাচে সিএসকে'কে হেলায় হারিয়েছে কলকাতা। অন্যদিকে পাঞ্জাব ২৪৫ করেও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ হেরে গিয়েছে। তার মধ্যে চোটের জন্য ছিটকে গিয়েছেন লকি ফার্গুসন। আবার কেকেআরের প্রথম একাদশে ঢুকতে পারেন আনরিখ নখিয়া।

আসলে কেকেআর'কে চিন্তায় রাখবে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারের ফর্ম। মুলানপুরে এখনও পর্যন্ত যে দু'টি ম্যাচ খেলা হয়েছে। তাতে ২০০-র বেশি রান উঠেছে। সুতরাং মঙ্গলসন্ধ্যার ম্যাচের পিচেও যে রান থাকবে, সেটা ধরেই নেওয়া যায়। আর সেখানে ব্যাট হাতে আগুন ঝরাতে পারেন প্রাক্তন নাইট অধিনায়ক।
এদিকে, উইনিং কম্বিনেশন ভাঙতে পারে কেকেআর। মইন খানের জায়গায় দলে নেওয়া হতে পারে আনরিখ নখিয়াকে। তিনি এখনও পর্যন্ত চোটের কারণে কোনও ম্যাচেই খেলতে পারেননি। তবে ট্রেনিংয়ে কিন্তু পুরো ফিট বলেই মনে হয়েছে তাঁকে। বিশেষ করে তাঁকে ইয়র্কার অনুশীলন করতে দেখা গিয়েছে। তিনি খেললে নাইট একাদশে একজন বাড়তি পেসার দেখা যাবে। আবার রমনদীপ সিং এবং বৈভব অরোরার ঘরের মাঠ বলা যেতে পারে মুলানপুরকে। তাই তাঁরাও মুখিয়ে থাকবেন নিজেদের মেলে ধরার জন্য। নাইটদের বাকি দল মোটামুটি একই থাকার কথা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন অঙ্গকৃষ রঘুবংশী।
মঙ্গলবার সন্ধ্যায় নামার আগে পাঞ্জাব শিবিরকে চিন্তায় রাখবে তাদের বোলিং। অর্শদীপ সিং ছাড়া গত ম্যাচে পাঞ্জাবের বোলাররা ওভারপিছু ১০-র বেশি রান দিয়েছেন। তার উপর আবার চোটের কারণে ছিটকে গিয়েছেন লকি ফার্গুসন। বোলিং কোচ জেমস হোপ জানিয়েছেন, ফার্গুসনের চোট পাওয়ার খবর। তিনি বলেন, "অনির্দিষ্টকালের জন্য দলের বাইরে চলে গিয়েছেন ফার্গুসন। ওকে চলতি আইপিএলের শেষের দিকে পাওয়ার সম্ভাবনাও বেশ কম। যা মনে হচ্ছে, লকির চোট গুরুতর।" উল্লেখ্য, সানরাইজার্স ম্যাচে মাত্র দু'টো বল করেই বাঁ-পায়ের চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। আজকের ম্যাচের আগে তাঁর ছিটকে যাওয়া কেকেআর'কে কিছুটা হলেও সুবিধা দেবে।
জানা গিয়েছে, ফার্গুসনের জায়গায় পাঞ্জাব দলে আসতে চলেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। আজমত খেললে পাঞ্জাবের মিডল অর্ডারও শক্তিশালী হবে। বিজয়কুমার বৈশ্যককে তারা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে।
কেকেআরের সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, আনরিখ নখিয়া।
ইমপ্যাক্ট প্লেয়ার
অঙ্গকৃষ রঘুবংশী
পিবিকেএস সম্ভাব্য একাদশ:
প্রিয়ংশ আর্য, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, আজমতউল্লাহ ওমরজাই, মার্কো জ্যানসেন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার
বৈশ্যক বিজয়কুমার