shono
Advertisement
Rohit Sharma

'আমার নামের স্ট্যান্ডটা...', ফর্মে ফিরেও প্রিয় জায়গায় কেন ছক্কা হাঁকাতে পারলেন না রোহিত?

'রান পাব - এই ভরসাটুকু ছিল', জানালেন 'হিট ম্যান'।
Published By: Prasenjit DuttaPosted: 09:12 AM Apr 21, 2025Updated: 01:25 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়ে ববাবরই 'পয়া' তাঁর কাছে। সেই ওয়াংখড়েতেই 'হিটম্যান' রূপে আবার ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই স্টেডিয়ামে তাঁর নামে স্ট্যান্ডও হয়েছে। তবে ফর্মে ফিরলেও যে স্ট্যান্ডে রোহিতের নাম লেখা, সেই প্রিয় জায়গায় ছক্কা হাঁকাতে পারেননি। কেন সেটা হল না? সিএসকে ম্যাচে ৪৫ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়েছিলেন তিনি। সেখানেই উঠে এল সে কথা। হিটম্যান জানালেন ফর্মে ফেরার রসায়ন। 

Advertisement

কী বললেন তিনি? রোহিতের কথায়, "নিজের উপর বিশ্বাস হারানোটা সহজ। আর সেটা হলেই অহেতুক নতুন কিছু করতে চেষ্টা করে অনেকে। দীর্ঘদিন ধরে খেলছি বলে এগুলো বুঝতে পারি। নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললে চাপ বাড়ে। তাই নিজের উপর বিশ্বাস হারাইনি কখনও। রান পাব-এই ভরসাটুকু ছিল। অনুশীলনেও অনেকটা সময় কাটিয়েছি। এদিন ঠিকই করে নিয়েছিলাম মেরে খেলব। বলগুলোও ঠিকঠাক ব্যাটে পাচ্ছিলাম। অনেকদিন রান পাচ্ছিলাম না বটে। কিন্তু মনের দিক থেকে পরিষ্কার ছিলাম যে, রান পাবই।"

সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকর, বিজয় মার্চেন্টের পাশাপাশি রোহিতের নামেও স্ট্যান্ড হয়েছে ওয়াংখেড়েতে। যা নিয়ে আবেগতাড়িত ভারত অধিনায়ক জানিয়েছেন, এরজন্য তিনি গর্বিত। রবিবার সিএসকে ম্যাচে জয়ের পর ওয়াংখেড়ে নিয়ে তিনি বলেন, "আমার নামের স্ট্যান্ডটা তো অনেকটা দূরে। সেখানে ছক্কা মারা কঠিন। তবে ওয়াংখেড়ে ক্রিকেটকে কদর দেয়। এখানেই ক্রিকেট দেখে বড় হওয়া। এই স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড থাকছে ভেবে সম্মানিত। মাঠে ঢুকে নিজের নামের স্ট্যান্ড দেখা প্রচণ্ড আবেগের মুহূর্ত আমার কাছে।" 

সিএসকে' (CSK)কে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এ প্রসঙ্গে প্রাক্তন মুম্বই অধিনায়ক সংযোজন, "আমরা সঠিক সময়ে তিনটি জয় পেয়েছি। সেই কারণেই লিগ টেবিলের ভালো জায়গায় উঠে এসেছি।" অন্যদিকে, ম্যাচের পর মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, "রোহিত যখন ফর্মে থাকে, তখন প্রতিপক্ষকে পুরো গুঁড়িয়ে দেয়। প্রায় একার হাতেই জয়ও ছিনিয়ে আনে।" উল্লেখ্য, চেন্নাইয়ের বিরুদ্ধে ন'টি ৫০-এর বেশি রান করে রোহিত ছুঁয়েছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ানের নজিরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিএসকে ম্যাচে ৪৫ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়েছিলেন তিনি।
  • সেখানেই উঠে এল সে কথা।
  • তাছাড়াও জানালেন ফর্মে ফেরার রসায়ন। 
Advertisement