সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের দলবদলের বাজারে বড়সড় চমক। সম্ভবত অর্জুন তেণ্ডুলকরকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে শচীনপুত্র এবারও দল পাবেন। তিনি মুম্বই ছেড়ে চলে যাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টসে। উলটোদিকে লখনউ থেকে শার্দূল ঠাকুরকে দলে নিতে পারে মুম্বই।
অর্জুন তেণ্ডুলকর দীর্ঘদিন মুম্বইয়ের সঙ্গে যুক্ত। আইপিএলে গোটা পাঁচেক ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফরম্যান্স নয়। অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি সেভাবে তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। তবে বাঁহাতি পেসারকে প্রতিবারই দলে রাখে মুম্বই। আসলে অর্জুনকে দলে নিলে ক্রিকেটীয় দিক থেকে যেটুকু সুবিধা পাওয়া যায়, সেটার চেয়েও বেশি পাওয়া যায় ব্র্যান্ড ভ্যালু। রুঢ় হলেও সত্যি, শচীনপুত্র হওয়ার দরুণ তিনি যে বাড়তি ব্র্যান্ড ভ্যালু দলে যোগ করেন, সেটা তাঁকে দলে নেওয়ার অন্যতম কারণ। তবে এবার সম্ভবত অর্জুনে মোহভঙ্গ হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।
আসলে মুম্বই এবার ভীষণভাবে চাইছে শার্দূল ঠাকুরকে। মুম্বইয়ের অলরাউন্ডার এ পর্যন্ত নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি। শোনা যাচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কার লখনউ থেকে শার্দূলকে এবার কিনে নিতে পারে মুম্বই। গত মরশুমে ২ কোটি টাকায় শার্দূলকে কিনেছিল লখনউ। তবে এবার তাঁরা পুরো বোলিং বিভাগ বদলে ফেলতে চাইছে। সেকারণেই শার্দূলকে ছাড়ার সিদ্ধান্ত। এবার মুম্বইয়ের সমস্যা হল, শার্দূলের ২ কোটি টাকার দাম মেটানোর টাকা এই মুহূর্তে তাঁদের হাতে নেই। সেজন্য একাধিক ক্রিকেটারকে বেচতে হবে। শোনা যাচ্ছে, শার্দূলের জন্য টাকা-সহ অর্জুন তেণ্ডুলকরকে লখনউয়ের কাছে বেচতে চেয়েছে মুম্বই। তাতে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির বিশেষ আপত্তি নেই বলেও খবর।
সব ঠিক থাকলে আগামী মরশুমে শার্দূল ঠাকুর খেলবেন মুম্বইয়ের হয়ে। আর অর্জুন তেণ্ডুলকর খেলবেন লখনউ সুপার জায়ান্টে। দুজনকেই দুই ফ্র্যাঞ্চাইজি কিনবে নগদ দিয়ে। এর বাইরে বড় খবর হল, কেকেআরের স্পিনার ময়ঙ্ক মার্কান্ডেকেও এবার চাইছে মুম্বই। ইতিমধ্যেই নাইটদের সঙ্গে যোগাযোগ করেছে মুম্বই কর্তৃপক্ষ।
