চিন্নাস্বামী নাকি অন্য কোনও স্টেডিয়াম? জয়পুরের সোয়াই মানসিং নাকি অন্য কোথাও? আগামী আইপিএল (IPL 2026) কোন স্টেডিয়ামে খেলতে চায় আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস? আগামী ২৭ জানুয়ারির মধ্যে বিসিসিআইকে সরকারিভাবে জানাতে হবে দুই ফ্র্যাঞ্চাইজিকে। বোর্ডের তরফে একপ্রকার ডেডলাইন দিয়ে দেওয়া হল তাদের।
গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাই কোর্ট। তারপর থেকেই ঘটনার দায় ঠেলাঠেলি শুরু হয় কর্নাটক সরকার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। যার জেরে এই মরশুমে আরসিবি আদৌ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। বিকল্প হিসাবে দুটি স্টেডিয়ামের খোঁজও করে ফেলে আরসিবি। হোম ম্যাচ হিসাবে ছত্তিশগড়ের রায়পুরের বীর নারায়ণ সিং স্টেডিয়াম এবং নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম।
কিন্তু শেষ মুহূর্তে আবার টুইস্ট। দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকলেও দিন কয়েক আগে চিন্নাস্বামীতে ফের ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে কর্নাটক সরকার। কর্নাটক ক্রিকেট সংস্থাও আইপিএলের মাচ চিন্নাস্বামীতে করাতে চায়। শোনা যাচ্ছে, আরসিবিও চিন্নাস্বামীতেই খেলতে চায়। কিন্তু সরকার একাধিক বিধিনিষেধ চাপানোয় তাঁরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। শোনা যাচ্ছে, সরকার বলেছে চিন্নাস্বামীতে খেলতে হলে শুধু যে দর্শকদের দায়িত্ব নিতে হবে তাই নয়, একই সঙ্গে দায়িত্ব নিতে হবে আশেপাশের রাস্তার ট্রাফিক সামলানোরও। আরসিবি মনে করছে, সরকার নিজেদের দায়িত্বও তাদের উপর চাপানোর চেষ্টা করছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি তারা।
এদিকে রাজস্থান রয়্যালসেরও স্টেডিয়াম নিয়ে সমস্যা। রাজস্থান ক্রিকেট সংস্থার অভ্যন্তরীণ সমস্যার জন্য আদৌ এবার জয়পুরে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাই তাঁরা বিকল্প হিসাবে ভেবে রেখেছে পুণের নাম। শোনা যাচ্ছে, রাজস্থান যে জয়পুরের বদলে পুণেতেই আইপিএল খেলবে সেটা নিশ্চিত। রহস্য শুধু আরসিবিকে নিয়ে। তবে তাঁদের হাতে আর সময় বেশি নেই। ২৭ জানুয়ারির মধ্যেই জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ সূচি তৈরির কাজটা দ্রুতই শুরু করতে চায় আইপিএল কর্তৃপক্ষ। তাই ভেন্যু জানাটা দরকার।
