সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁকে কিনেছিল ৮.৪ কোটি টাকায়। সেবার তিনিই ছিলেন আইপিএলের সবচেয়ে দামি তারকা। তবে সময়ের সঙ্গে দামিদের তালিকায় স্থান নিয়েছেন নতুনরা। চলতি নিলামে জয়দেব দল পেয়েছেন ঠিকই, কিন্তু ১ কোটির বিনিময়েই আসন্ন আইপিএলে খেলতে হবে তাঁকে। তবে তা সত্ত্বেও আইপিএলে অনন্য নজির গড়লেন উনাদকাট। যে রেকর্ড আর কোনও তারকার ঝুলিতে নেই।
সোমবার ছিল আইপিএল নিলামের দ্বিতীয় দিন। সৌদি আরবের জেড্ডায় আয়োজিত অকশনের আসরে তাঁর জন্য বিড করল সানরাইজার্স হায়দরাবাদ। ১ কোটিতেই তাঁকে পেয়েছে অরেঞ্জ আর্মি। অর্থাৎ এবার মহম্মদ শামির সঙ্গেই আরেক পেসার হিসেবে দেখা যাবে উনাদকাটকে। আর তিনি বিক্রি হতেই ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়। কী সেই রেকর্ড? এই নিয়ে ১৩ বার আইপিএলের নিলাম থেকে কেনা হল উনাদকাটকে। এতবার কোনও তারকা নিলামে বিক্রি হননি। সর্বোচ্চ সাতবার কেনা হয়েছে কোনও ক্রিকেটারকে।
আইপিএলে ইতিমধ্যেই বেশ কয়েকটি দলের জার্সিতে খেলেছেন উনাদকাট। কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুণে সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। গত বছরও হায়দরাবাদের জার্সিতেই মাঠে নেমেছিলেন। এবার ফ্র্যাঞ্চাইজির ভরসা কতটা রাখতে পারেন, সেটাই দেখার।