আইপিএলের মেগা নিলামে বাকি হাতে গোনা কয়েকটা দিন। সেরা দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও। মেগা নিলামে কী হতে চলেছে কোন দলের স্ট্র্যাটেজি, বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ নজরে লখনউ সুপার জায়ান্টস।
নিজেদের প্রথম দুটি মরশুমে প্লে অফে উঠেছিল লখনউ। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হয়নি। গতবছর তারা শেষ করেছিল সপ্তম স্থানে। তার মধ্যে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে অধিনায়ক কেএল রাহুলের বচসার জেরে বিতর্ক বাঁধে। এবার তাদের রিটেনশনে নেই রাহুল। ছেড়ে দিয়েছে একাধিক তারকা ক্রিকেটারকেও। নতুন মরশুমে সাফল্য পেতে মরিয়া থাকবে লখনউ।
রিটেনশন তালিকা:
নিকোলাস পুরান ২১ কোটি
রবি বিষ্ণোই ১১ কোটি
ময়ঙ্ক যাদব ১১ কোটি
মহসিন খান (আনক্যাপড) ৪ কোটি
আয়ুষ বাদোনি (আনক্যাপড) ৪ কোটি
পার্স: লখনউ সুপার জায়ান্টসের হাতে আছে ৬৯ কোটি টাকা।
আরটিএম: তাদের হাতে আরটিএম বেঁচে একটি। যা ব্যবহার করা যাবে ক্যাপড প্লেয়ারের ক্ষেত্রে।
প্রয়োজন: রাহুলকে ছেড়ে দেওয়ায় ওপেনারের দিকে নজর থাকবে লখনউয়ের। সেই সঙ্গে নিলাম থেকে ভালো বিদেশি পেসারও তুলে নিতে চাইবে তারা। মাঝের সারিতে ভারসাম্য আনার জন্য একজন অলরাউন্ডারও প্রয়োজন। এবার জাহির খানকে মেন্টর করেছে তারা। ফলে দেশীয় পেসারের দিকেও ঝুঁকতে পারে লখনউ ম্যানেজমেন্ট।
লক্ষ্য কারা?
কেএল রাহুলকে নিয়ে লখনউ শিবিরের মূল অভিযোগ ছিল তাঁর স্ট্রাইক রেট নিয়ে। সেক্ষেত্রে শুরুতেই তারা এমন একজনকে চাইবে, যিনি দ্রুত রান তুলতে পারেন। সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে প্রধান লক্ষ্য হতে পারেন ঈশান কিষান। বিকল্প হতে পারেন পৃথ্বী শ। আর বিদেশি ব্যাটারের দিকে ঝুঁকলে কুইন্টন ডি’কক ও ফিল সল্টদের পিছনেও ছুটতে পারে লখনউ। মাঝের সারির সব ব্যাটারদেরই তারা ছেড়ে দিয়েছে। অবশ্য আরটিএম ব্যবহার করে দীপক হুডা, দেবদত্ত পাড়িক্কলদের তারা ফিরিয়ে আনতে পারে। একই সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারের মতো তারকাও নিলামে তাদের লক্ষ্য হতে পারে। যিনি ব্যাটের সঙ্গে বোলিংও করে দেবেন। ফিনিশিংয়ে গতবছর ভরসা দিয়েছেন আয়ুষ বাদোনি। একইভাবে ক্রুনাল পাণ্ডিয়ার জন্যও আরটিএম ব্যবহার করা যেতে পারে। শেষ পর্যন্ত কার জন্য আরটিএমের অস্ত্র তারা ব্যবহার করে, সেটাও নজরে থাকবে। এছাড়া শাহবাজ আহমেদও নজরে পড়তে পারে তাদের। স্পিনে বিশ্বস্ত হাত রয়েছে রবি বিষ্ণোই। একাধিক স্পিনিং অলরাউন্ডার থাকলে দ্বিতীয় স্পিনারের প্রয়োজন নাও পড়তে পারে। সেক্ষেত্রে পেস বিভাগ শক্তিশালী করার দিকে ঝুঁকবে লখনউ। হাতে ময়ঙ্ক যাদবের মতো গতিতারকা আছে। তবে মেন্টর জাহির খান থাকায় তাদের নজর পড়তে পারে নবদীপ সাইনি, খলিল আহমেদের মতো ভারতীয় পেসারের দিকে। হাতে অর্থ থাকলে 'মার্কি' অর্শদীপ সিংও তুলে নিতে চাইবে তারা। অন্যদিকে বিদেশি পেসারদের মধ্যে তাদের নিলামের সম্ভাব্য তালিকায় থাকতে পারে কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েৎজে, মিচেল স্টার্ক, নবীন উল হকের নাম।