shono
Advertisement

Breaking News

Ishan Kishan

দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন ঈশান, পূর্বাঞ্চলের নেতৃত্বে বাংলার অভিমন্যু

ভারতীয় 'এ' দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছেন ঈশ্বরণের।
Published By: Prasenjit DuttaPosted: 12:10 PM Aug 18, 2025Updated: 12:10 PM Aug 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের কারণে দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন ঈশান কিষাণ। তাঁর নাম ঋষভ পন্থের বিকল্প হিসাবে উঠে আসছিল। ঘরোয়া টুর্নামেন্টে ভালো খেলে ভারতীয় দলে প্রত্যাবর্তনই তাঁর লক্ষ্য ছিল। তবে, আপাতত সেই লক্ষ্যে বাধা পড়ল। চোটের কারণে দলীপ ট্রফিতে মাঠে নামতে পারবেন না এই উইকেটরক্ষক-ব্যাটার। পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ঈশানের। তাঁর জায়গায় নেতৃত্ব দিতে দেখা যাবে বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণকে।

Advertisement

ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই খবর নিশ্চিত করেছে। ঈশানের বদলি হিসাবে দলে নেওয়া হয়েছে আশীর্বাদ সোয়াইনকে। ২৮ আগস্ট থেকে শুরু হবে দলীপ ট্রফি। এতদিন ফিট হওয়ার জন্য বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছিলেন তিনি। কিন্তু জানা গিয়েছে, সময়ের মধ্যে চোট সেরে না ওঠায় দলীপ ট্রফি খেলা হবে না তাঁর।

উল্লেখ্য, সম্প্রতি স্কুটি চালাতে গিয়ে পড়ে যান ঈশান। বাঁ-পায়ের গোড়ালিতে কয়েকটি সেলাইও পড়ে। সেই কারণে পন্থের চোটের পর জাতীয় দলে ডাক পেয়েও ইংল্যান্ডে যেতে পারেননি। সেই চোট এখনও সারেনি। তাই তাঁর প্রত্যাবর্তন ফের একবার ধাক্কা খেল। ঈশানের জায়গায় সুযোগ পাওয়া ওড়িশার ২০ বছর বয়সি ক্রিকেটার আশীর্বাদ বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন। তাছাড়াও ওড়িশার থেকে পূর্বাঞ্চলের দলে রয়েছেন সন্দীপ পট্টনায়েক। স্ট্যান্ডবাই হিসাবে দলে রয়েছেন বৈভব সূর্যবংশীও। 

দলীপ ট্রফিতে ঈশানের জায়গায় পূর্বাঞ্চলের নেতৃত্বে অভিমন্যু। যদিও এখনও সরকারিভাবে ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করা হয়নি তাঁর নাম। বাংলার এই ক্রিকেটারের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় 'এ' দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে 'ওজনদার' একটা নাম অভিমন্যু। বাংলার হয়ে ১০৩ ম্যাচে করেছেন ৭৮০০ রান।

পূর্বাঞ্চলের স্কোয়াড
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সন্দীপ পট্টনায়েক, বিরাট সিং, ডেনিশ দাস, শ্রীদাম পল, শরণদীপ সিং, কুমার কুশাগরা, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীষী, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, মহম্মদ শামি, আশীর্বাদ সোয়াইন।

স্ট্যান্ডবাই: মুখতার হুসেন, বৈভব সূর্যবংশী, স্বস্তিক সামল, সুদীপ কুমার ঘরামি, রাহুল সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোটের কারণে দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন ঈশান কিষাণ।
  • ঘরোয়া টুর্নামেন্টে ভালো খেলে ভারতীয় দলে প্রত্যাবর্তনই তাঁর লক্ষ্য ছিল।
  • তবে, আপাতত সেই লক্ষ্যে বাধা পড়ল।
Advertisement