shono
Advertisement

Breaking News

IPL Mega Auction 2025

কেকেআরে ব্রাত্য, নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাঁপালেন সঞ্জীব গোয়েঙ্কা, কে কে দল পেলেন?

বাংলার মোট ১৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন নিলামে।
Published By: Subhajit MandalPosted: 08:33 PM Nov 25, 2024Updated: 10:21 PM Nov 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ক্রিকেটারদের উপর এ শহরের দল কেকেআরের বরাবরই অনীহা। অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, দেবব্রত দাস, মনোজ তিওয়ারিরা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপালেও সাম্প্রতিক অতীতে কোনও বঙ্গ সন্তানকে দলে নেওয়ার যোগ্য মনে করেনি নাইট ম্যানেজমেন্ট। এবারেও তার ব্যতিক্রম হল না। এবারেও বাংলার হয়ে খেলা কোনও ক্রিকেটারের জন্য বিড করল না নাইটরা।

Advertisement

তবে কেকেআর বিড না করলেও বাংলার জার্সিতে খেলা একাধিক ক্রিকেটারকে নিয়ে ভালোরকম আগ্রহ দেখাল একাধিক ফ্র্যাঞ্চাইজি। যার সুফল মুকেশ কুমার, আকাশদীপদের মোটা দর পাওয়া। ভালো দাম পেলেন অলরাউন্ডার আকাশদীপও। মুকেশ কুমার গত আইপিএলে খেলেছেন দিল্লির হয়ে। আগামী মরশুমেও তাঁকে দিল্লির জার্সিতেই দেখা যাবে। ৮ কোটি টাকার বিরাট অঙ্কে তাঁকে দলে রেখেছে ক্যাপিটালসরা। নিলাম (IPL Mega Auction 2025) টেবিলে মুকেশকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস, এবং পাঞ্জাব কিংসের মধ্যে। প্রথমে তাঁকে ৬ কোটিতে পেয়ে যায় পাঞ্জাব। কিন্তু দিল্লি আরটিএম করে তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত ৮ কোটিতে আরটিএম করে দিল্লি নিয়ে নেয় মুকেশকে।

ইদানিং ভারতীয় টেস্ট দলে প্রায় নিয়মিত খেলছেন বাংলার আর এক পেসার আকাশদীপ। তাঁকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাতে পারে বলে মনে করা হচ্ছিল। হলও তাই। আকাশদীপকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাল। তবে বাংলার এই পেসারকে দলে নিতে সবচেয়ে বেশি যিনি আগ্রহ দেখালেন তিনি হলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর দল লখনউ সুপার কিংস আকাশদীপকে কিনল ৮ কোটিতে। আর এক বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের জন্যও ঝাঁপালেন গোয়েঙ্কা। আরসিবিতে খেলে যাওয়া অলরাউন্ডার শাহবাজ আহমেদকে তিনি কিনে নিলেন ২ কোটি ৪০ লক্ষ টাকায়। বাংলার আর এক পেসার মহম্মদ শামি প্রথম দিনই ১০ কোটি টাকায় সানরাইজার্সে গিয়েছেন।

তবে প্রথম সারির এই চার তারকা ছাড়া বাংলার আর কোনও তারকার কপালে শিকে ছেঁড়েনি। ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায় বর্মনরা দল পাননি। সব মিলিয়ে বাংলায় খেলে যাওয়া মোট ১৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন নিলামে। দল পেলেন ৪ জন। চারজনই ভালো দর পেয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার ক্রিকেটারদের উপর এ শহরের দল কেকেআরের বরাবরই অনীহা।
  • অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, দেবব্রত দাস, মনোজ তিওয়ারিরা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপালেও সাম্প্রতিক অতীতে কোনও বঙ্গ সন্তানকে দলে নেওয়ার যোগ্য মনে করেনি নাইট ম্যানেজমেন্ট।
  • এবারেও বাংলার হয়ে খেলা কোনও ক্রিকেটারের জন্য বিড করল না নাইটরা।
Advertisement