shono
Advertisement
Jemimah Rodrigues

বিশ্বকাপের মাঝে ফাঁস জেমাইমার নম্বর! বাধ্য হয়ে কী করেছিলেন তারকা ব্যাটার?

সোশাল মিডিয়া থেকেও দূরত্ব বজায় রাখতে বাধ্য হয়েছিলেন জেমি।
Published By: Arpan DasPosted: 10:57 AM Dec 02, 2025Updated: 01:28 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের অনবদ্য ইনিংস ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলা চলে, প্রায় একার হাতেই সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছিলেন জেমাইমা রডরিগেজ। আর তারপরই হোয়াটসঅ্যাপে একের পর এক অচেনা নম্বর থেকে ফোন। যার জেরে বিরক্ত হয়ে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিয়েছিলেন জেমাইমা।

Advertisement

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে তিনি বলেন, "আমি জানি না, কীভাবে অসংখ্য অচেনা লোক আমার নাম্বার পেয়েছিল। আমি বাড়িয়ে বলছি না, তবে হোয়াটসঅ্যাপে ১০০০-টার বেশি মেসেজ ঢুকেছিল। ম্যাচে এত কিছু ঘটেছিল যে, আমি এই বিষয়টা বুঝেই উঠতে পারছিলাম না। মাঠে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু তখনও বিশ্বকাপ শেষ হয়নি, ফাইনালের প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ভালো খেলে ভারতকে জিতিয়েছি ঠিকই, তবে বিশ্বকাপ জিততে হত।"

অথচ এত মেসেজ ঢুকছিল বা ফোন আসছিল যে, মনঃসংযোগ করা সমস্যা হচ্ছিল। সেই কারণে ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে দিতে বাধ্য হন। জেমি আরও জানান, "আমি কোনও মেসেজ পড়ছিলাম না। তবে ফোন ক্রমাগত বেজেই যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে, লোকে আমাকে মেসেজ করছিল। কিন্তু আমি বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি নিতে চেয়েছিলাম। তাই বিরক্ত হয়ে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিই। ফাইনাল পর্যন্ত আর ইনস্টল করিনি।" তবে হোয়াটসঅ্যাপ সরিয়ে দেওয়ার আগে ঘনিষ্ঠ কয়েকজনকে জানিয়ে দেন।

এমনকী ওই কয়েকদিন সোশাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রেখেছিলেন জেমাইমা। চ্যাম্পিয়ন হওয়ার পর সোশাল মিডিয়ায় ফেরেন। আর সেখানে ঢুকে দেখেন, তাঁর নিজের নামে পোস্টে সোশাল মিডিয়া ভরে গিয়েছে। তিনি বলেন, "আমি কখনও এরকম অবস্থা দেখিনি। এখনও ইনস্টাগ্রাম ঘাঁটলে নিজের ভিডিও চলে আসে। যেখানে হয় আমার পারফরম্যান্স বা আমাকে নিয়ে কথা চলছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের অনবদ্য ইনিংস ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
  • বলা চলে, প্রায় একার হাতেই সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছিলেন জেমাইমা রডরিগেজ।
  • আর তারপরই হোয়াটসঅ্যাপে একের পর এক অচেনা নম্বর থেকে ফোন।
Advertisement