shono
Advertisement
Fareed Hussain

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার, প্রকাশ্যে হাড়হিম করা সিসিটিভি ভিডিও ফুটেজ

জম্মু ও কাশ্মীর ক্রিকেটমহলে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন ওই ক্রিকেটার।
Published By: Arpan DasPosted: 02:09 PM Aug 24, 2025Updated: 02:09 PM Aug 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেন। গত ২০ আগস্ট পুঞ্চ জেলায় পথ দুর্ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীর ক্রিকেটের যথেষ্ট পরিচিত মুখ ফারিদের। সেই দুর্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইকে করে যাচ্ছিলেন ফারিদ। সামনেই ছিল একটা চার চাকা গাড়ি। ফারিদ যখন বাইক নিয়ে ওই গাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আচমকাই গাড়ির দরজা খুলে দেওয়া হয়। দরজায় ধাক্কা খেয়ে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন ফারিদ। আশেপাশের মানুষরা দ্রুত ছুটে আসেন। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও ফারিদকে প্রাণে বাঁচানো যায়নি।

ফারিদের প্রয়াণে গোটা পুঞ্চ শোকস্তব্ধ। জানা যাচ্ছে, বহু তরুণ প্লেয়ারের অনুপ্রেরণা ছিলেন ফারিদ। পুঞ্চ-সহ গোটা জম্মু ও কাশ্মীর ক্রিকেটমহলে যথেষ্ট পরিচিত ক্রিকেটার ছিলেন ফারিদ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। আচমকাই ওই গাড়ির দরজা কেন খুলে দেওয়া হল, সেটা নিয়েও চর্চা শুরু হয়েছে। সেটা কি নিছকই কাকতালীয় ঘটনা?

ফারিদের দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। ২০২২-এ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন। ওই বছরের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। ওই বছরের ৩০ ডিসেম্বর ভয়ংকর দুর্ঘটনায় পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। প্রায় ১৮ মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেন।
  • গত ২০ আগস্ট পুঞ্চ জেলায় পথ দুর্ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীর ক্রিকেটের যথেষ্ট পরিচিত মুখ ফারিদের।
  • সেই দুর্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
Advertisement