সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোচনায় যেখানে পিচ, যেখানে দু'টো দিন মিলিয়ে গুনে গুনে ২৬ উইকেট পড়েছে, সেই টেস্টে আশ্চর্য রেকর্ড রাহুলের। প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে ইডেনে বিরল নজির গড়লেন ভারতীয় ওপেনার। প্রথম ইনিংসে দুই দলের মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ স্কোর করেছেন তিনি।
১১৯ বলে ৩৯ রান করেছেন রাহুল। আপাতদৃষ্টিতে স্বল্প হলেও সম্মানজনক রান করেছেন। ছিল চারটি চার এবং একটি ছক্কা। ইনিংসটিকে বড় রানে রূপান্তর করতে না পারলেও তা কিন্তু প্রশংসিত হচ্ছে। ইডেন টেস্টে রাহুলের ৩৯ রানই ভারতের মাটিতে প্রথম দুই ইনিংসে সর্বনিম্ন 'সর্বোচ্চ স্কোর'। কলকাতা টেস্টে ব্যাটিং করা সহজ ছিল না। কোনও বল অসমান বাউন্সে উঁচু-নিচু হচ্ছে, কোনওটা আবার আচমকা টার্ন করে উইকেট ভেঙে দিচ্ছে। এমন একটা পিচে ধৈর্যের পরীক্ষা দিয়ে ইতিহাসে নাম লেখালেন রাহুল।
দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও কেএল রাহুল ভালোই শুরু করেন শনিবার। কিন্তু প্রোটিয়া পেসারদের প্রাথমিক দাপট সামলে ঠিক যখন মনে হচ্ছিল বড় পার্টনারশিপ গড়বেন তাঁরা, তখনই হার্মারের মারণ ঘূর্ণির শিকার হলেন সুন্দর। তিনি ফিরে গেলেও কেএল রাহুল উইকেট কামড়ে পড়েছিলেন।
শেষপর্যন্ত কেশব মহারাজের বলে রাহুল যখন সাজঘরের পথে, তাঁর নামের পাশে ৩৯ রান। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। ঘটনাচক্রে ইডেন টেস্টের প্রথম দুই ইনিংসে (ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মিলিয়ে) এটাই সর্বোচ্চ স্কোর। দুই দলের কোনও ব্যাটারই তা অতিক্রম করতে পারেননি। গত ১৫ বছরে রাহুলের এই রান দেশের মাটিতে প্রথম ইনিংসে দুই দলের মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ স্কোর। ২০১০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ডারবান টেস্টের পর কোনও টেস্টে প্রথম দুই ইনিংসে সর্বনিম্ন 'সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর' এটাই। সেই বছর ভিভিএস লক্ষ্মণের ৩৮ রান ছিল প্রথম ইনিংসে দুই দলের মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ স্কোর।
এছাড়াও ইডেনে ১৫ রান করার সঙ্গে সঙ্গে টেস্টে ৪০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রাহুল। ভারতের ১৮ নম্বর ব্যাটার হিসাবে চার হাজারের ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। এই মরশুমে অসাধারণ ছন্দে রয়েছেন এই ভারতীয় ওপেনার। ৯ ম্যাচে করেছেন ৭৯৩ রান। গড় ৫৩। এরমধ্যে ৩টি সেঞ্চুরি, ৩টি হাফসেঞ্চুরি।
