সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন'। থুড়ি, যিনি অসাধারণ কভার ড্রাইভ মারতে পারেন, তিনি চার ভাষাতে কথাও বলতে পারেন। কথা হচ্ছে কেএল রাহুলকে (KL Rahul) নিয়ে। ঝকঝকে সেঞ্চুরিতে এমনিতেই 'নায়কে'র মর্যাদা পেয়েছেন। এবার মন জিতে নিলেন চার ভাষায় কথা বলে।
বহুভাষায় তো অনেকেই কথা বলেন। রাহুলের কৃতিত্ব কিন্তু অন্য জায়গায়। লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চারটি ভাষায় কথা বলতে শোনা গেল ভারতীয় তারকাকে। আর সেটা কিন্তু দলের স্বার্থেই। রাহুলের বহুমুখী প্রতিভার গুণগান করলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিকও।
রাহুল কর্নাটকের ছেলে। কন্নড় তাঁর মাতৃভাষা। ফলে সেই ভাষাতেই সাবলীল তিনি। করুণ নায়ারও কর্নাটকের। তাই যখন করুণের সঙ্গে ব্যাট করছিলেন, তখন কথাবার্তা চালালেন কন্নড় ভাষায়। তবে শুরু কন্নড় নয়, কখনও তামিল, কখনও হিন্দিতে কথা বলতে শোনা গেল তাঁকে। সেই বিষয়ে কার্তিক বলেন, "করুণ নায়ারের সঙ্গে রাহুল কথা বলছে কন্নড়ে। সাই সুদর্শনের সঙ্গে কথা বলছে তামিলে আর ঋষভ পন্থের সঙ্গে হিন্দিতে। ও শুধু ব্যাট হাতেই বহুমুখী প্রতিভা দেখায় না।" বল করছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সোয়েব বশির। তামিলে কথা বলে তাঁকেও বোকা বানান রাহুল।
এখানেই শেষ নয়। পরে সাংবাদিক সম্মেলনে ইংরেজিতেও কথা বলেন রাহুল। এই গুণের ফলে সব ভাষার প্লেয়ারদের সঙ্গে মিশে যেতে পারেন তিনি। মাঠে সকলকে নির্দেশ দিতে পারেন। বোঝাপড়ার কাজটা সহজে হয়। নিজেকে যে দলের 'বড় ভাই' বলে মনে করেন, সেটা তিনি বহুভাবে প্রমাণ করছেন।
আর ব্যাট হাতে যে তিনি কী করতে পারেন, সেটা ইংল্যান্ড হাড়েহাড়ে টের পেয়েছেন। দলের প্রয়োজনে সব জায়গায় ব্যাট করতে পারেন। উল্লেখ্য, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডের মাটিতে তিনটি সেঞ্চুরি করেছেন রাহুল। এই নজির অন্য কোনও ভারতীয় ব্যাটারের নেই। সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের টপকে গিয়েছেন রাহুল।
