বাংলার ক্রিকেটার (Bengal Cricketer) আকাশ বিশ্বাসকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। কালীঘাট ক্লাবে খেলা আকাশ দীর্ঘদিন ধরেই কিডনির রোগে ভুগছেন। তাঁর দু'টো কিডনিই খারাপ হয়ে গিয়েছে। কিডনি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করতে হবে। ইতিমধ্যে আকাশের সঙ্গে তাঁর মায়ের কিডনি ম্যাচ করেছে। তবে অস্ত্রোপচারের খরচ পুরোপুরি জোগাড় করতে পারেননি তাঁরা।
আগেও বাংলার এই তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীরতন। মাস ছয়েক আগে চিকিৎসার জন্য আকাশের হাতে দু'লক্ষ টাকা তুলে দেন বঙ্গ হেডস্যর। বৃহস্পতিবার লক্ষ্মীর সঙ্গে দেখা করতে সল্টলেকে জেইউ সেকেন্ড ক্যাম্পাসে বাংলার অনুশীলনে আসেন আকাশ। এ প্রসঙ্গে বাংলার প্রাক্তন অধিনায়ক বলেন, "আকাশের এই অসুস্থতা দুর্ভাগ্যজনক। আমি নিশ্চিত, ও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে। আর সেজন্য আমাদের সবাইকে ওর পাশে থাকতে হবে। আমি অনুরোধ করব, সবাই যেন চিকিৎসার জন্য আকাশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।"
উল্লেখ্য, কালীঘাট স্পোর্টিংয়ের হয়ে খেলেন আকাশ। লেগ স্পিন বোলিং করেন। ব্যাটটাও মন্দ করেন না। কিন্তু ভাগ্যের ফেরে ময়দানের প্রতিভাবান সেই ক্রিকেটার অসুস্থ। বলা ভালো, দুটি কিডনি হারিয়ে কার্যত মৃত্যুর মুখে। বেঁচে থাকতে গেলে তাঁর দুই কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন। প্রয়োজন বিপুল টাকার। ময়দানে ক্রিকেট খেলা কোনও ক্রিকেটারের পক্ষেই সেই টাকাটা জোগাড় করা অসম্ভব। আকাশও তাই চরম সংকটে।
মৃত্যুমুখ থেকে ছেলেকে বাঁচাতে এগিয়ে এসেছেন আকাশের মা। নিজের কিডনি ছেলেকে দেবেন তিনি। কিন্তু সেই প্রতিস্থাপনের বিপুল খরচও বহন করা সম্ভব নয় আকাশের পক্ষে। সেই খরচ জোগাতেই এবার সাহায্যের আহ্বান জানালেন বাংলার কোচ। কালীঘাট স্পোর্টিংয়ের ধারাবাহিক ভালো খেলার নেপথ্যে আকাশের যথেষ্ট অবদান ছিল। তাঁকে সুস্থ করে তোলার জন্যই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন লক্ষ্মী।
