shono
Advertisement

Breaking News

India–Pakistan Match

জলের দরে ফলের রস! ভারত-পাক মহারণের সস্তা টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ ওয়েবসাইট

নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। যার ফলে নিমেষে শেষ হয়ে গিয়েছিল প্রথম পর্বের টিকিটও।
Published By: Prasenjit DuttaPosted: 12:34 PM Jan 16, 2026Updated: 02:13 PM Jan 16, 2026

আর মাত্র একমাস। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India–Pakistan Match)। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ। তবে এই ম্যাচ ঘিরে দর্শকদের পোয়াবারো। কারণ কার্যত জলের দরে ফলের রস পাচ্ছেন তাঁরা। নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। যার ফলে নিমেষে শেষ হয়ে গিয়েছিল প্রথম পর্বের টিকিটও। আর এবার ভারত-পাক মহারণের টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল ওয়েবসাইট। 

Advertisement

আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। সেই ম্যাচের টিকিটের মূল্য শ্রীলঙ্কার মুদ্রায় মাত্র ১৫০০। ভারতীয় মুদ্রায় যা মাত্র ৪৩৯ টাকা। বিশ্বকাপের ইতিহাসে কখনও এত কম দাম ধার্য করা হয়নি। প্রথম পর্বের টিকিট নিয়ে এমনিতেই কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। দ্বিতীয় পর্বের টিকিট নিয়েও যে কাড়াকাড়ি পড়বে, তা অনুমেয় ছিল। বাস্তবে দেখা গেল সেটাই। টিকিট বিক্রি শুরু হতেই যেভাবে দর্শকদের ট্র্যাফিক জ্যাম হল ওয়েবসাইট, তাতে কয়েক মিনিটের মধ্যেই তা ক্র্যাশ করল। মনে করা হচ্ছে, দর্শকদের চাপ সামলাতে না পেরে এই বিপত্তি।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, টিকিট বুকিংয়ের সমস্যা হচ্ছে বলে অনেকেই টিকিট বিক্রির ওয়েবসাইট সংস্থাকে অভিযোগ করেছেন। পেমেন্টের সময় বহুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তাঁদের অভিযোগ, প্ল্যাটফর্মের সার্ভার এত ট্র্যাফিক আশা করেনি। তবে কত সমর্থক টিকিট কাটার জন্য একসঙ্গে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছিলেন, তা অবশ্য জানা যায়নি।

উল্লেখ্য, এর চেয়ে কম মূল্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট আর কোনওদিন টিকিট বিক্রি হয়নি। কেন এমন পদক্ষেপ? আইসিসি সিইও সংযোগ গুপ্ত বলেছিলেন, “সবাই যাতে টিকিট কেটে খেলা দেখতে পারে, আমরা সেটা নিশ্চিত করতে চেয়েছি। ক্রিকেটের এই উৎসবে আমরা যত বেশি সম্ভব মানুষকে শামিল করতে মুখিয়ে রয়েছি। আমরা চাই, দূর থেকে না দেখে সবাই যেন মাঠে আসার সুযোগ পান।” এমনিতেই ভারত-পাক মহারণের টিকিটের চাহিদা চূড়ান্ত থাকে। তার উপর এত সস্তা টিকিট। সেই কারণেই দর্শকদের চাপ সামলাতে না পেরে ক্র্যাশ করল টিকিট ওয়েবসাইট। অবশ্য সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। পরে আরও টিকিট ছাড়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement