সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফারুক ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েড। দুই কিংবদন্তি ক্রিকেটারকে অনন্য সম্মান দিল তাঁদের প্রাক্তন কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার। বুধবার ম্যাঞ্চেস্টারে তাঁদের নামে স্ট্যান্ড উদ্বোধন করা হল।
১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে ১৭৫টি ম্যাচে ফারুক ইঞ্জিনিয়ার ৫,৯৪২ রান করেছেন নিয়েছেন ৪২৯টি ক্যাচ। স্টাম্পিং করেছেন ৩৫টি। তাঁর আগমন ল্যাঙ্কাশায়ারের 'টার্নিং পয়েন্ট'। ১৫ বছরের শিরোপাহীন থাকার পর ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে চারবার জিলেট কাপ জেতে ল্যাঙ্কাশায়ার।
অন্যদিকে, দু'বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্লাইভ লয়েড প্রায় দুই দশক কাটিয়েছেন ল্যাঙ্কাশায়ারে। ১৯৭০-এর দশকে বিদেশি কোনও ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টি ক্লাবে তাঁর যুক্ত হওয়াটা বৈপ্লবিকও বটে।
উল্লেখ্য, ফারুক ইঞ্জিনিয়ার ম্যাঞ্চেস্টারেই থাকেন। সেই তাঁকেই এবার সম্মান জানানো হল ইংল্যান্ডে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই, ভারতের কোনও জায়গায় তাঁর নামে কোনও স্ট্যান্ড নেই। সম্মান পেয়ে ইঞ্জিনিয়ার বলেন, "এটা কেবল আমার জন্যই নয়, ভারতের জন্যও গর্বের মুহূর্ত। সকালে আমি আর ক্লাইভ দু'জনেই এটা নিয়ে কথা বলছিলাম। আমরা কখনও ভাবিনি আমাদের সম্মান জানাতে এমন কিছু করা হবে। ঈশ্বর মহান। নিজের দেশে, যেখানে আমি বেশিরভাগ সময় খেলেছি, সেখানে তো কখনও এমন স্বীকৃতি পাইনি। যাই হোক, এভাবেই দুঃখ কিছুটা লাঘব হল।"
