shono
Advertisement
Adelaide test

গোলাপি বলের টেস্টে বিভ্রাট, আচমকা নিভল অ্যাডিলেডের আলো

তৃতীয় সেশনের খেলার সময়ে আচমকাই মাঠের আলো নিভে যায়।
Published By: Anwesha AdhikaryPosted: 03:59 PM Dec 06, 2024Updated: 04:42 PM Dec 06, 2024

দেবাশিস সেন, অ্যাডিলেড: দিনরাতের টেস্ট চলাকালীন আঁধারে ঢাকল অ্যাডিলেড। তৃতীয় সেশনের খেলার সময়ে আচমকাই মাঠের আলো নিভে যায়। মিনিটখানেকের মধ্যেই মাঠে ফের আলো জ্বলে ওঠে। কিছুক্ষণ পরে আবারও নিভে যায় মাঠের ফ্লাডলাইট। সবমিলিয়ে ১০ মিনিটের মধ্যে দুবার আলো বিভ্রাটের সাক্ষী থাকল শুক্রবারের অ্যাডিলেড।  তবে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিকভাবে খেলা শুরু হয়ে যায়। 

Advertisement

শুক্রবার থেকে শুরু হয়েছে অ্যাডিলেড টেস্ট। প্রথম দিনেই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু দর্শকপূর্ণ স্টেডিয়ামে টানটান ম্যাচে আচমকাই তাল কাটল। দিনের তৃতীয় সেশনে তখন ক্রিজে রয়েছেন দুই অজি ব্যাটার নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুশানে। বল করছিলেন হর্ষিত রানা। সেসময়ে আচমকাই মাঠের সব ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। অন্ধকারে ঢেকে যায় পুরো মাঠ।

ছবি: দেবাশিস সেন

ফ্লাডলাইট নিভে গেলেও মাঠের অন্যান্য আলো জ্বলছিল। কোনওমতে পরিস্থিতি সামাল দিয়ে ফ্লাডলাইট জ্বালানো হয়। শুরু হয় খেলা। মিনিট পাঁচেকের মধ্যে আবার বিভ্রাট। আবারও নিভে যায় ফ্লাডলাইট। সবমিলিয়ে ১০ মিনিট ব্যাহত হয় খেলা। তবে সাময়িক সমস্যা মিটিয়ে আবার খেলা শুরু হয় দিনরাতের টেস্টে। উল্লেখ্য, অ্যাডিলেড টেস্টের প্রথম দিন ১৮০ রানে অলআউট হয়ে গিয়েছে ভারত। আলো নিভে যাওয়ার আগে উসমান খোয়াজার উইকেট হারিয়েছিল অজিরা। তার পরে দুই ব্যাটার ইনিংস গড়ছেন। 

প্রসঙ্গত, কলকাতার নানা মাঠে একাধিকবার আলো নিভে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। যুবভারতী ক্রীড়াঙ্গন হোক বা ইডেন গার্ডেন্স- বিখ্যাত স্টেডিয়ামগুলোতে বহুবার আলো নিভেছে খেলা চলাকালীন। তবে অস্ট্রেলিয়ার বিখ্যাত মাঠে ম্যাচ চলাকালীন আলো নিভে যাওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে বলে মনে করতে পারছে না ওয়াকিবহাল মহল। দিনরাতের ম্যাচ চলাকালীন কেন আচমকা আলো নিভে গেল, কেন অকেজো হয়ে পড়ল ফ্লাডলাইট, সেই প্রশ্নের জবাব মেলেনি এখনও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার থেকে শুরু হয়েছে অ্যাডিলেড টেস্ট। প্রথম দিনেই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
  • অ্যাডিলেড টেস্টের প্রথম দিন ১৮০ রানে অলআউট হয়ে গিয়েছে ভারত।
  • অস্ট্রেলিয়ার বিখ্যাত মাঠে ম্যাচ চলাকালীন আলো নিভে যাওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে বলে মনে করতে পারছে না ওয়াকিবহাল মহল।
Advertisement