shono
Advertisement
T20 World Cup

'কলকাতা নিরাপদ, হাসিনাও তো ছিলেন,' বাংলাদেশের বিশ্বকাপ নাটকে সপাট উত্তর মনোজ তিওয়ারির

ফেব্রুয়ারি-মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘটনাচক্রে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। অর্থাৎ কেকেআরের ঘরের মাঠে। কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ বোর্ড।
Published By: Arpan DasPosted: 06:45 PM Jan 16, 2026Updated: 06:45 PM Jan 16, 2026

বাংলাদেশ কি ভারতে বিশ্বকাপ খেলতে আসবে? এখনও তার কোনও সমাধানসূত্র মেলেনি। বিসিবি'র বক্তব্য, ভারতে নাকি নিরাপত্তার সমস্যা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিকাংশ ম্যাচ কলকাতাতেই। সেই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি স্পষ্ট বলে দিচ্ছেন, কলকাতায় নিরাপত্তার কোনও সমস্যা নেই। উদাহরণ হিসেবে তিনি বলছেন, শেখ হাসিনাও কলকাতা থেকে গিয়েছেন।

Advertisement

ফেব্রুয়ারি-মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘটনাচক্রে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। অর্থাৎ কেকেআরের ঘরের মাঠে। কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ বোর্ড। ভারতে বিশ্বকাপ খেলতে না আসার পিছনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইতিমধ্যেই বার দুয়েক আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আইসিসির ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ রিপোর্টের নামে প্রকাশ্যে মিথ্যাচারও করেছেন। সূত্রের খবর, বিশ্বকাপ জট কাটাতে এবার বাংলাদেশে যাচ্ছে আইসিসির বিশেষ দল।

মনোজ পরিষ্কার করে বলে দিচ্ছেন, "কলকাতা সম্পূর্ণ নিরাপদ। যদি না বিসিসিআই হস্তক্ষেপ করে জায়গা বদলের কথা না ভাবে, তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের এখানে না আসার কোনও কারণ দেখি না। যদি নিরাপত্তার কথা বলতেই হয়, তাহলে এটাও মাথায় রাখা উচিত শেখ হাসিনা এসে এখানে থেকে গিয়েছেন। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে এসে ঘুরে যেতে পারেন, তাহলে ক্রিকেট দল না আসার কারণ নেই।"

কলকাতা সম্পূর্ণ নিরাপদ। যদি না বিসিসিআই হস্তক্ষেপ করে জায়গা বদলের কথা না ভাবে, তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের এখানে না আসার কোনও কারণ দেখি না। যদি নিরাপত্তার কথা বলতেই হয়, তাহলে এটাও মাথায় রাখা উচিত শেখ হাসিনা এসে এখানে থেকে গিয়েছে। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে এসে ঘুরে যেতে পারেন, তাহলে ক্রিকেট দল না আসার কারণ নেই।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মনোজ আরও বলেন, "কলকাতা এমন একটা জায়গা, যেখানে খেলাধুলোকে রাজনীতির থেকে দূরে রাখা হয়। বিসিসিআই যদি মনে করে এখানে ম্যাচ করা হবে, তাহলে আমরা বিশ্বাসী কোনও সমস্যা হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন, কোনও খেলাধুলোর ইভেন্টে সরকার নাক গলাবে না। একমাত্র যদি না পুলিশ জানায় যে তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement