সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র এশিয়া কাপের ট্রফি (Asia Cup Trophy) নিয়ে 'পালিয়ে' গিয়েছিলেন। এরপর নাটকের শেষ নেই। অক্টোবরের শেষে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু দু'মাস গড়াতে চললেও ট্রফি নিয়ে নাটক এখনও অব্যাহত। এখন আবার জানা গিয়েছে, খাঁ-খাঁ করছে এসিসি'র প্রধান কার্যালয়। সেখানে ট্রফি নেই। প্রশ্ন উঠছে, ট্রফি নিয়ে কোথায় পালালেন নকভি?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সম্প্রতি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান কার্যালয় পরিদর্শন করেছে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে নতুন তথ্য। জানা গিয়েছে, ওই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রথমে সেখানে ঢুকতে বাধাও পর্যন্ত দেওয়া হয়। ঘণ্টাখানেক ধরে বারবার অনুরোধের পর ঢুকতে দেওয়া হয় তাঁদের। কার্যালয়ে ঢোকার পর 'ভয়াবহ' অভিজ্ঞতা হয় তাঁদের।
জানা গিয়েছে, অফিসটি জনশূন্য ছিল। মূল কনফারেন্স রুমে ছড়িয়ে ছিটিয়ে চেয়ার। টেবিলে কিছু ফাইল অগোছালোভাবে শোভা পাচ্ছে। ব্যস, আর কিছু নেই এসিসি'র প্রধান কার্যালয়ে। কিছুদিন আগে টিম ইন্ডিয়াকে ট্রফি ফেরাতে নানান হুমকি-ধমকিও পর্যন্ত দিয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। চাপিয়েছিলেন শর্ত। এবার সেই ট্রফিই নাকি এসিসি'র প্রধান কার্যালয় থেকে এক্কেবারে গায়েব করে দিয়েছেন তিনি।
মাঝে শোনা গিয়েছিল ভারতকে ট্রফি তুলে দিতে রাজি হয়েছেন নকভি। তবে তা যে কেবল ‘প্রতিশ্রুতি’ মাত্র, সেটা বোঝা গেল। মাসখানেক আগে সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে জানা গিয়েছিল, বিসিসিআইয়ের এক আধিকারিক সম্প্রতি এসিসি’র প্রধান কার্যালয়ে যান। সেখানে এশিয়া কাপ ট্রফি নিয়ে জিজ্ঞেস করা হলে জানতে পারেন সেখানে তা নেই। ট্রফি নাকি আবু ধাবির কোথাও নিয়ে যাওয়া হয়েছে। তবে আবু ধাবির কোথায় ট্রফিটি রয়েছে, তা অবশ্য জানা যায়নি। আর রবিবার জানা গেল, এসিসি'র কার্যালয় খাঁ-খাঁ করছে।
উল্লেখ্য, রাজনৈতিক সম্পর্কের কারণে পাক মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমার যাদবরা। এখনও পর্যন্ত এশিয়া কাপ ট্রফি আসেনি ভারতের হাতে। ট্রফি পেতে টিম ইন্ডিয়াকে আর কত দিন অপেক্ষা করতে হবে, এই উত্তর অবশ্য এখনও ধোঁয়াশায়।
