shono
Advertisement
Mohammed Siraj

মাঠে তর্কাতর্কি-কটূক্তি! দোষী সাব্যস্ত সিরাজ-হেড, বড়সড় শাস্তি ঘোষণার পথে আইসিসি

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট চলাকালীন আইসিসির আচরণ বিধি ভঙ্গ করেছেন দুই তারকা।
Published By: Anwesha AdhikaryPosted: 10:40 AM Dec 09, 2024Updated: 10:40 AM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে ঝামেলায় জড়ানোর কারণে বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন মহম্মদ সিরাজ। জানা গিয়েছে, অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট চলাকালীন আইসিসির আচরণ বিধি ভঙ্গ করেছেন তারকা পেসার। সেজন্যই তাঁকে শাস্তি দিতে চলেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। একই শাস্তি পাবেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্র্যাভিস হেডও।

Advertisement

খেলা চলাকালীন ঠিক কী ঘটেছে অ্যাডিলেডে? ঘটনার সূত্রপাত টেস্টের দ্বিতীয় দিনে হেড আউট হওয়ার পর। ১৪১ বলে ১৪০ রান করে সিরাজের বলেই আউট হন হেড। তার পরই উত্তেজিত হয়ে অজি ব্যাটারকে বাইরের পথ দেখান সিরাজ। পালটা হেডও কটূক্তি করেন। দুজনের উত্তপ্ত বাক্যবিনিময় অবশ্য খুব বেশিদূর গড়ায়নি। তবে দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে হেড দাবি করেন, তিনি কোনও খারাপ কথা বলেননি। বরং সিরাজের বলের প্রশংসাই করেছিলেন।

অজি ব্যাটারের দাবি নস্যাৎ করে তৃতীয় দিনের শুরুতে সিরাজ জানান, "আমি সেলিব্রেট করছিলাম। তখনই ও আমাকে খারাপ কথা বলে। তার পর সাংবাদিক সম্মেলনে এসে যা বলল, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরিষ্কার দেখাও যাচ্ছে, হেড আমাকে কী বলেছে।" গোটা বিষয়টিতে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে, দলের জন্য কী করতে হবে সেটা ভালোভাবে জানা আছে সিরাজের।

রবিবার অ্যাডিলেড টেস্ট শেষ হওয়ার পরে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায় হেড এবং সিরাজকে। সেই দেখে ক্রিকেটপ্রেমীদের মত, মাঠের লড়াই মাঠেই ফেলে এসেছেন দুই তারকা। কিন্তু হেড এবং সিরাজকে শাস্তি দিতে চলেছে আইসিসি। ইতিমধ্যেই দুজনকে দোষী সাব্যস্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাঁদের কী শাস্তি দেওয়া হবে, সেটা স্থির করতে সোমবার বৈঠকে বসবে আইসিসি। তবে সূত্রের খবর, সাসপেনশনের মতো কঠোর সাজা হয়তো পাবেন না দুই তারকা। বড় অঙ্কের জরিমানা গুণতে হতে পারে দুজনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনার সূত্রপাত টেস্টের দ্বিতীয় দিনে হেড আউট হওয়ার পর। ১৪১ বলে ১৪০ রান করে সিরাজের বলেই আউট হন হেড।
  • গোটা বিষয়টিতে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে, দলের জন্য কী করতে হবে সেটা ভালোভাবে জানা আছে সিরাজের।
  • হেড এবং সিরাজকে শাস্তি দিতে চলেছে আইসিসি। ইতিমধ্যেই দুজনকে দোষী সাব্যস্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
Advertisement