shono
Advertisement
Mohammed Siraj

'বাজবল খেলে দেখাও...', রুটকে তীব্র কটাক্ষ সিরাজের, উপহাস শুভমানেরও

কী বলেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক?
Published By: Prasenjit DuttaPosted: 12:48 PM Jul 11, 2025Updated: 12:49 PM Jul 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক অতীতে টেস্টে 'বাজবল' ঘরানার ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। কিন্তু লর্ডসের তৃতীয় টেস্টে সেই ঘরানা থেকে বেরিয়ে এসেছে তারা। গোটা দিন ব্যাট করে মোটে ২৫১ রান তুলেছেন রুট, ব্রুকরা। ইনিংসে একটাও ছক্কা নেই। বাউন্ডারি সাকুল্যে ২৫টা। প্রথম দিন উইকেটহীন থাকলেও বেশ কয়েকবার ইংরেজ ব্যাটারদের পরাস্ত করেছেন মহম্মদ সিরাজ। কিন্তু সেসব ছাপিয়ে নজর কেড়ে নিয়েছে সিরাজ-শুভমানের উপহাসও।

Advertisement

মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পর একাধিকবার স্টাম্প মাইকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কথোপকথন ধরা পড়ে। ওই সময় টিম ইন্ডিয়ার বোলাররা জো রুট, অলি পোপদের চেপে ধরেছেন। লাঞ্চের সময় ইংল্যান্ডের স্কোর ছিল ৮৫/২। বিরতির পর সেখান থেকে 'বাজবল' খেলে দ্রুত রান তুলতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু তখনই ঘটে ব্যতিক্রমী এক ঘটনা।

সেই সময় বুমরাহ-সিরাজ ছিলেন অনবদ্য। পেসার যুগলের আক্রমণে ইংল্যান্ড রানহীন থাকে ২৮ বল। এই পরিস্থিতির মধ্যে ৩১তম ওভারে একটি বলে তাড়াহুড়ো করে বসেন জো রুট। যদিও সেই বলের নাগাল পাননি তিনি। ঠিক তখনই রুটকে স্লেজিং করে সিরাজ বলেন, "বাজ, বাজ, বাজবল। এবার বাজবল খেলো। আমরা দেখতে চাই।"

সিরাজের উপহাসের অবশ্য জবাব দেননি রুট। তবে সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। নেটিজেনরাও তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন রুটের সঙ্গে সিরাজের বাগ্‌যুদ্ধ। একজন লিখেছেন, 'সিরাজ এমন আরও বলো। আমরা উইকেট চাই।' আর-এক নেট নাগরিকদের কথায়, 'ইংলিশ ব্যাটারদের মনে জায়গা করে নিয়েছেন ভারতীয় বোলাররা। ইংল্যান্ড রক্ষণাত্মক মনোভাবে ফিরেছে। এটাই ভারতের বড় জয়।' এখানেই শেষ নয়, স্টাম্প মাইকে শোনা যায়, টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমান গিলও কটাক্ষের সুরে বলছেন, "অনেক বিনোদন করেছ। বোরিং টেস্ট ক্রিকেটে আবার স্বাগত।"

অনেকেই বলছেন, লর্ডসে ঠেলায় পড়ে ‘বাজবল’কে বিদায় জানিয়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টের প্রথম দিন যে খেলাটা ইংরেজরা খেলল, সেটাকে এককথায় বলা যায় ‘ব্লকবল।’ আসলে ইংল্যান্ডও সম্ভবত বুঝেছে, এই ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে বাজবল চলবে না। সাধারণ মানের কোনও টিমের বিরুদ্ধে ওই মারকুটে ক্রিকেট খেলে জেতা যায়। ভারতের বিরুদ্ধে ওই কৌশল চলবে না। যার ফলে পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছে ইংল্যান্ড। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাম্প্রতিক অতীতে টেস্টে 'বাজবল' ঘরানার ক্রিকেট খেলেছে ইংল্যান্ড।
  • কিন্তু লর্ডসের তৃতীয় টেস্টে সেই ঘরানা থেকে বেরিয়ে এসেছে তারা।
  • নজর কেড়ে নিয়েছে সিরাজ-শুভমানের উপহাসও।
Advertisement