shono
Advertisement
Rohit Sharma

আগামী আইপিএলে কেকেআরে রোহিত! জল্পনা নিয়ে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

তিনি মুম্বইতেই থাকবেন, সেটাও অবশ্য খোলসা হয়নি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:48 PM Oct 30, 2025Updated: 05:28 PM Oct 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা! ট্রেড উইন্ডো বন্ধ হওয়ার দিনকয়েক আগে থেকেই এমন জল্পনা ছড়াচ্ছে ক্রিকেটমহলে। কিন্তু এবার যাবতীয় গুজব উড়িয়ে দিয়ে সোশাল মিডিয়ায় পালটা জবাব দিল মুম্বই ম্যানেজমেন্ট। দলের স্পষ্ট ইঙ্গিত, কেকেআরে দেখা যাবে না হিটম্যানকে। তবে তিনি মুম্বইতেই থাকবেন, সেটাও অবশ্য খোলসা হয়নি। 

Advertisement

দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন রোহিত। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই। তবে গত দু'বছর ধরে রোহিতের সঙ্গে মুম্বই ম্যানেজমেন্টের সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। ২০২৪ সালে আচমকাই হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা হয়, রোহিতকে সরিয়ে। সেই বিষয়টি মোটেই ভালোভাবে নেননি মুম্বই ভক্তকুল। মাঠে এবং মাঠের বাইরে হার্দিককে মুম্বই ভক্তদের আক্রমণের মুখে পড়তে হয়।

গত বছর হার্দিকের প্রতি মুম্বই ভক্তকুলের রাগ প্রশমিত হয়। কিন্তু রোহিতকে যে মুম্বই ম্যানেজমেন্ট 'বোঝা' বলে মনে করছে, সেটা অনুমান করতে শুরু করেন হিটম্যানের ভক্তরা। কারণ একের পর এক ম্যাচে স্রেফ ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে রোহিতকে খেলানো হয়। ব্যাট হাতেও সেরকম জ্বলে উঠতে পারেননি হিটম্যান। বেশ কয়েকটি ম্যাচে চোটের কারণেও খেলতে পারেননি। গত দুই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সও ভক্তদের খুশি করেনি। 

এহেন পরিস্থিতিতে ক্রিকেটমহলে গুঞ্জন ছড়ায়, আগামী মরশুমে মুম্বই ছেড়ে কেকেআরে যোগ দেবেন রোহিত। কিন্তু সেই জল্পনায় খানিকটা জল ঢেলে দিল মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। ইঙ্গিতবাহী পোস্টে বলা হয়েছে, 'সূর্য আবার কাল সকালে উঠবে, সেটা নিশ্চিত। কিন্তু নাইটে সূর্য ওঠা, সেটা কেবল মুশকিলই নয়, অসম্ভব।' অর্থাৎ রোহিত কেকেআরে যাচ্ছেন না, এমনটাই ইঙ্গিত। কিন্তু রোহিত যে মুম্বইয়েই থেকে যাবেন, সেরকম ইঙ্গিত ছিল না পোস্টে। নেটিজেনদের অনেকে আবার মনে করছেন, তাহলে কি রোহিত সানরাইজার্স হায়দরাবাদে যাচ্ছেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন রোহিত। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই।
  • রোহিতকে যে মুম্বই ম্যানেজমেন্ট 'বোঝা' বলে মনে করছে, সেটা অনুমান করতে শুরু করেন হিটম্যানের ভক্তরা। কারণ একের পর এক ম্যাচে স্রেফ ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে রোহিতকে খেলানো হয়।
  • ক্রিকেটমহলে গুঞ্জন ছড়ায়, আগামী মরশুমে মুম্বই ছেড়ে কেকেআরে যোগ দেবেন রোহিত। কিন্তু সেই জল্পনায় খানিকটা জল ঢেলে দিল মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।
Advertisement