shono
Advertisement
Mustafizur Rahman

'প্রয়োজনের সময়ে...', আইপিএল থেকে বাদ পড়ে সোশাল মিডিয়ায় প্রথম প্রতিক্রিয়া 'হতাশ' মুস্তাফিজুরের

৯ কোটি ২০ লক্ষ টাকা দর পেয়েও আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।
Published By: Anwesha AdhikaryPosted: 12:16 PM Jan 05, 2026Updated: 01:43 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ কোটি ২০ লক্ষ টাকা দর পেয়েও আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। তাঁকে মেগা টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়নি বিসিসিআই। এবার তারকা পেসারের বাদ পড়া নিয়ে মুখ খুললেন সতীর্থ নুরুল হাসান। আইপিএলে খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পরে মুস্তাফিজুরের ঠিক কেমন প্রতিক্রিয়া ছিল, সেই প্রশ্নের জবাব দিয়েছেন নুরুল। 

Advertisement

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন মুস্তাফিজুর। রবিবার ফিজের রংপুর রাইডার্স খেলতে নামে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে রংপুর তোলে ১৫৫ রান। জবাবে ভালোই এগোচ্ছিল ঢাকা ক্যাপিটালস। ১৯ ওভার পর্যন্ত তাদের জয় কার্যত নিশ্চিত মনে হচ্ছিল। শেষ ওভারে ঢাকার জেতার জন্য দরকার ছিল ১০ রান। হাতে ৬ উইকেট। কিন্তু মাথা ঠান্ডা রেখে শেষ ওভারে বল করেন মুস্তাফিজুর। মাত্র ৪ রান দেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে যায় রংপুর।

ম্যাচ শেষে রংপুরের অধিনায়ল নুরুল সাংবাদিক সম্মেলনে আসেন। তারকা পেসারের প্রশংসায় পঞ্চমুখ নুরুল বলেন, "আমরা তো জানি, মুস্তাফিজুর বিশ্বমানের বোলার। দীর্ঘ সময় ধরে ও সেটা প্রমাণ করে আসছে। সকলেই মুস্তাফিজুরের উপর ভরসা করেন, ওর বোলিং দেখে সকলেই মুগ্ধ। ওকে নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই।"

রংপুরের হয়ে খেলার সময়েই মুস্তাফিজুর জানতে পেরেছেন যে এবারের আইপিএলে খেলতে পারবেন না। তবে নুরুলের কথায়, বাদ পড়লেও তারকা পেসার খুবই শান্ত রয়েছেন। সাংবাদিক সম্মেলনে এসে নুরুল বলেন, "নিশ্চই এই নিয়ে কিছুটা হতাশা রয়েছে। তা সত্ত্বেও মুস্তাফিজুর মোটেও ভেঙে পড়েননি।" অন্যদিকে, আইপিএল থেকে বাদ পড়ার পর প্রথমবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মুস্তাফিজুর। ম্যাচের পর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'প্রয়োজনের সময়ে ভালো পারফর্ম করতে পেরে খুব খুশি। পরের ম্যাচে নামার জন্য মুখিয়ে আছি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন মুস্তাফিজুর। রবিবার ফিজের রংপুর রাইডার্স খেলতে নামে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে।
  • মাথা ঠান্ডা রেখে শেষ ওভারে বল করেন মুস্তাফিজুর। মাত্র ৪ রান দেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে যায় রংপুর।
  • রংপুরের হয়ে খেলার সময়েই মুস্তাফিজুর জানতে পেরেছেন যে এবারের আইপিএলে খেলতে পারবেন না।
Advertisement