shono
Advertisement
IPL

ভারত-পাক যুদ্ধ জিগিরে বন্ধ হবে আইপিএল? 'সবকিছুর আগে দেশ', বলছেন বোর্ড কর্তা

যুদ্ধ পরিস্থিতির কথা ভেবে আইপিএল বন্ধের দাবি জোরালো হচ্ছে।
Published By: Subhajit MandalPosted: 09:40 PM May 06, 2025Updated: 10:27 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধের আবহ। সীমান্তে রোজ বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করছে পাক সেনা। সরকারও চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতির মুডে। অথচ এসবের মাঝে সমানে স্বমহিমায় চলছে আইপিএল! যা নিয়ে ক্রিকেট মহল থেকেই প্রশ্ন উঠছে। দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে আইপিএল কি আপাত স্থগিত বা বন্ধ করা যায় না? এই ইস্যুতে এবার মুখ খুললেন খোদ আইপিএল চেয়ারম্যান।

Advertisement

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "দেশই সর্বোপোরি। সরকার যা যা সিদ্ধান্ত নেবে বিসিসিআই তার পাশে থাকবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তও সরকারি সিদ্ধান্ত অনুসারেই নেওয়া হবে।" কিন্তু দেশে যুদ্ধের আবহ, এই পরিস্থিতিতে আইপিএল কি বন্ধ হতে পারে? নানা মহলে যে এই দাবি উঠছে, সেটা ভালোমতো জানেন আইপিএল চেয়ারম্যানও।

এ প্রসঙ্গে অরুণ ধুমলের বক্তব্য, "পুরো পরিস্থিতির উপর নজর রাখছে আইপিএলের পরিচালন সমিতি। অনেক গুজব, অনেক কথাও শোনা যাচ্ছে। সেসব নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে যদি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, যদি দেশের জন্য কঠোর কোনও সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমরা সেটার জন্য প্রস্তুত। দেশ এবং সরকারের পাশে আমরা সবসময় আছি।" বস্তুত অরুণ ধুমল বুঝিয়ে দিলেন, দেশের প্রয়োজনে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত বোর্ড।

এদিকে যুদ্ধ পরিস্থিতি ভারত-পাক সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক বাতিল করার যে দাবি উঠেছে সেটাকে ঘুরিয়ে সমর্থনই করলেন ধুমল। তিনি বলে গেলেন, "সরকার এবং দেশের জন্য যা যা করার আমরা করব। বিসিসিআই সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। দেশের স্বার্থরক্ষার উপরে আর কিছুই হতে পারে না।" আগামী দিনে দরকার হলে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতেও যে বিসিসিআই পিছপা হবে না, সে ইঙ্গিতও দিয়ে গেলেন বোর্ড কর্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্তে রোজ বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করছে পাক সেনা।
  • সরকারও চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতির মুডে।
  • অথচ এসবের মাঝে সমানে স্বমহিমায় চলছে আইপিএল! যা নিয়ে ক্রিকেট মহল থেকেই প্রশ্ন উঠছে।
Advertisement