সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর পাকিস্তান দলের খোলনলচে বদলে ফেলা হয়েছিল। বাদ পড়েছিলেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটাররা। অধিনায়ক করা হয়েছিল সলমন আলি আগাকে। নতুন রূপে গড়ে ওঠা পাক দলে এদিন তিন ক্রিকেটার হাসান নওয়াজ, মহম্মদ আলি এবং আবদুল সামাদের অভিষেক হয়। এতকিছুর পরেও চিত্র বদলাল না। কিউয়ি ঝড়ে উড়ে গেল পাকিস্তান। শুধু উড়ে যাওয়া নয়, সেই সঙ্গে টি-২০ ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার নজিরও গড়ে ফেললেন সলমনরা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। রবিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। পাকিস্তান ১৮.৪ ওভারে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তাদের সর্বনিম্ন স্কোর। ৫৯ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় তুলে নেয় কিউয়িরা।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে দশবার ১০০ রানের আগেই অলআউট হয়ে গেল পাকিস্তান। জ্যাকব ডাফি এবং কাইল জেমিসনকে সামলাতে রীতিমতো খাবি খান পাক ব্যাটাররা। ডাফি ৪টি এবং জেমিসন ৩টি উইকেট শিকার করেন। ইশ সোধি ২টি এবং জ্যাকারি ফাউলকেস নেন ১টি উইকেট।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। সালমান আগা ১৮ এবং জাহান্দাদ খান করেন ১৭। মহম্মদ হারিস এবং হাসান নওয়াজ খাতা খুলতে পারেননি। ইরফান খান ১, শাদাব খান ৩, আবদুল সামাদ ৭, শাহিন আফ্রিদি ১ এবং আবরার আহমেদ ২ রানের বেশি করতে পারেননি। মহাম্মদ আলি ১ রান করে অপরাজিত থাকেন।
জবাবে দুই কিউয়ি ওপেনার টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন মারমুখী মেজাজে শুরু করেন। প্রথম পাঁচ ওভারেই ৫০-এর গণ্ডি পেরোয় তারা। সেইফার্ট ব্যক্তিগত ৪৪ রানে আবরার আহমেদের বলে আউট হয়ে গেলেও নিউজিল্যান্ডের জয় আটকায়নি। শেষমেশ ফিন অ্যালেন ২৯ এবং টিম রবিনসন ১৮ রানে অপরাজিত থেকে যান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি মঙ্গলবার। তার আগে এমন হতশ্রী পারফরম্যান্স চিন্তায় রাখবে পাকিস্তান ক্রিকেট মহলকে।