সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হারার যন্ত্রণা। তার উপর দর্শকদের কটাক্ষ। যা হয়তো সহ্য করতে পারেননি পাক ক্রিকেটার খুশদিল শাহ। ম্যাচের শেষে তিনি দর্শকদের সঙ্গে জড়িয়ে পড়েন বিবাদে। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
পরাজয়ের সমার্থক শব্দ হয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে তারা। যার জেরে ক্ষুব্ধ কিছু দর্শক গ্যালারি থেকেই পাকিস্তান দলকে কটাক্ষ করতে থাকেন। বিষয়টি মেনে নিতে না পেরে দর্শকদের দিকে তেড়ে যান তিনি। কিছুতেই বাগে রাখা যাচ্ছিল না মেজাজ হারিয়ে ফেলা খুশদিলকে। তাঁকে নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীরা পর্যন্ত ছুটে আসেন। সতীর্থরাও তাঁকে বোঝাতে চেষ্টা করেন। শেষমেশ সাপোর্ট স্টাফেরা এসে খুশদিলকে তুলে নিয়ে যান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এরপর আনুষ্ঠানিক বিবৃতিও জারি করে। যদিও সেখানে বলা হয়, বিদেশি দর্শকরা ক্রিকেটারদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করেছে। তারা লেখে, 'বিদেশি দর্শকরা জাতীয় ক্রিকেটারদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করেছে। এর তীব্র নিন্দা জানায় পাকিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট। ম্যাচ চলাকালীন বিদেশি দর্শকরা মাঠে উপস্থিত ক্রিকেটারদের প্রতি অশালীন মন্তব্য করেছে।'
তারা আরও লেখে, 'পাকিস্তান-বিরোধী স্লোগান ওঠায় খুশদিল শাহ তাদের দিকে এগিয়ে যান। দর্শকদের চুপ থাকতে বলেন। জবাবে আফগান দর্শকরা আরও অশালীন ভাষা প্রয়োগ করে। এতে পরিস্থিতি বিগড়ে যায়। পাকিস্তান দলের অভিযোগের পর স্টেডিয়াম কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে। দুই বিশৃঙ্খলাকারী দর্শককে বের করে দেওয়া হয়।'
পিসিবি'র এই মন্তব্যে পরিষ্কার, তারা খুশদিল এবং পাকিস্তান দলের পাশেই আছে। যদিও মাথা গরম করায় ৩০ বছরের এই ক্রিকেটার শাস্তি পাবেন কিনা, তা এখনও জানা যায়নি। বে ওভাল স্টেডিয়াম কর্তৃপক্ষ এই বিষয়ে আলাদা করে কোনও তদন্ত শুরু করবে কিনা, সে তথ্যও উঠে আসেনি। তবে, এই ঘটনার কিছু ছবি সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। শেষ ওয়ানডে'তে ৪৩ রানে ম্যাচ হেরে গিয়েছে পাকিস্তান।