shono
Advertisement
PCB

চ্যাম্পিয়ন্স ট্রফির অর্থ নিয়ে বিপুল নয়ছয়! পিসিবির থেকে টাকা না পেয়ে বাইক বিক্রি মাঠকর্মীর

পিসিবি জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট আর্থিক লাভ করেছে তারা।
Published By: Anwesha AdhikaryPosted: 07:12 PM Apr 12, 2025Updated: 07:12 PM Apr 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির অর্থ নিয়ে বিপুল নয়ছয় করেছে পাকিস্তান বোর্ড! বিস্ফোরক দাবি করলেন সেদেশের এক সাংবাদিক। তাঁর কথায়, মাঠে সার দেওয়ার টাকা জোগাড় করার জন্য নিজের বাইক বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন রাওয়ালপিন্ডির পিচ কিউরেটর। কারণ মাঠের পিচ তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ চেয়েও পাননি তিনি।

Advertisement

একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে বিস্ফোরক মন্তব্য করেন পাক সাংবাদিক শাহিদ হাশমি। তাঁর কথায়, "গতকাল খুব অদ্ভুত একটা বিষয় জানতে পারলাম। রাওয়ালপিন্ডির মাঠের জন্য সার দরকার ছিল, সেকথা জানানো হয় পিসিবিকে। কিন্তু সেই আবেদন কোনও ফাইলের ভিড়ে হারিয়ে গিয়েছে। সারের টাকা জোগাড় করতে নিজের মোটর সাইকেল বিক্রি করে দিয়েছেন কিউরেটর। এর থেকে খারাপ আর কী হতে পারে? সার কেনার বাজেট রয়েছে, অথচ সার মিলছে না।"

কেবল রাওয়ালপিন্ডি নয়, একই দুর্দশা করাচিতেও। হাশমি জানান, পিচ ঢেকে জল দেওয়ার জন্য লম্বা সুতির কাপড় দরকার ছিল। কিন্তু সেটাও দেওয়া হয়নি পিসিবির তরফ থেকে। মাঠের সঙ্গে জড়িতরা কার্যত চাঁদা তোলেন। সেই টাকা দিয়ে কাপড় কিনেছেন কিউরেটর। হাশমির কথায়, চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে বিরাট বাজেট বরাদ্দ করা হয়েছিল পিসিবির জন্য়। কিন্তু সেটা কাজে লাগানো হয়নি। একে অপরের ঘাড়ে কাজের দায় ঠেলাঠেলি করে কাটিয়েছে।

উল্লেখ্য, প্রথমে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেও লোকসানের মুখে পড়তে হয়েছে পিসিবিকে। তবে সেই জল্পনা উড়িয়ে পিসিবি জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু যে তারা লাভের মুখ দেখেছে তা-ই নয়। সেই লাভের পরিমাণ ছাপিয়ে গিয়েছে সব প্রত্যাশা। প্রাথমিক হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে তাদের ৩০০ কোটি পাকিস্তানি টাকা লাভ হয়েছে। ভারতীয় মুদ্রায় সেটা প্রায় ৯২ কোটি ৩৫ লাখ টাকা। পিসিবি জানিয়েছে, তারা ২০০ কোটি পাকিস্তানি টাকা লাভের আশায় ছিল। সেটার চেয়ে ১০০ কোটি পাকিস্তানি টাকা বেশি লাভ হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, তারপরেও কেন মাঠকর্মীরা পিচের জন্য বরাদ্দ অর্থ পাচ্ছেন না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে বিস্ফোরক মন্তব্য করেন পাক সাংবাদিক শাহিদ হাশমি।
  • হাশমির কথায়, চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে বিরাট বাজেট বরাদ্দ করা হয়েছিল পিসিবির জন্য়। কিন্তু সেটা কাজে লাগানো হয়নি।
  • পিসিবি জানিয়েছে, তারা ২০০ কোটি পাকিস্তানি টাকা লাভের আশায় ছিল। সেটার চেয়ে ১০০ কোটি পাকিস্তানি টাকা বেশি লাভ হয়েছে।
Advertisement