সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশি ক্রিকেটার জন্য ফের মাথা হেঁট হল সেদেশের ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটার তোফায়েল আমেদ রাইহানের বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট তৈরি করেছে পুলিশ।
ঠিক কী অভিযোগ তরুণ পেসার অলরাউন্ডারের বিরুদ্ধে? চলতি বছরের জানুয়ারিতে তোফায়েলের সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ হয় ওই তরুণীর। তারপর থেকে নিয়মিত ম্যাসেঞ্জারে চলত আড্ডা-গল্প। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর তরুণীর সঙ্গে দেখা করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন তোফায়েল। অভিযোগ, তরুণী প্রথমে বিষয়টিতে রাজি হননি। কিন্তু অলরাউন্ডার তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলে সেই প্রস্তাব মেনে নেন তরুণী। অভিযোগ, এরপর ৩১ জানুয়ারি তাঁকে একটি হোটেলে নিয়ে যান তোফায়েল। সেখানে তাঁকে নিজের স্ত্রীর পরিচয় দেন এবং যৌন সম্পর্কে লিপ্ত হন। তবে এখানেই বিষয়টি শেষ হয়ে যায়নি। এরপরও তরুণীকে বিয়ে করবেন বলে তাঁর উপর একাধিক বার যৌন নির্যাতন চালান তোফায়েল। কিন্তু বিয়ের কথা উঠলেই সে প্রসঙ্গ এড়িয়ে যেতে শুরু করেন বাংলাদেশি ক্রিকেটার।
তোফায়েলের ব্য়বহার সন্দেহ হতে গত ১ আগস্ট তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। গত ২৪ সেপ্টেম্বর রাইহানকে আদালতের তরফে ছ'সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। সেই সঙ্গে জামিনের সময়সীমা শেষ হওয়ার আগেই তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে জামিনে থাকাকালীন হংকংয়ের এক টুর্নামেন্টও খেলতে চলে যান তোফায়েল। এবার তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হল। গুলশন থানার সাব-ইন্সপেক্টর মহম্মদ সামিউল ইসলাম বৃহস্পতিবার জানান, নারী ও শিশু সুরক্ষা আইনের ৯(১) ধারায় মামলা রুজু হয়েছে। হোটেল বুকিং রেকর্ড, মেডিক্যাল পরীক্ষা-সহ একাধিক বিষয়ের প্রমাণ পেয়েই চার্জশিট তৈরি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৩০ ডিসেম্বর বলে খবর।
