সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শর্তসাপেক্ষে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলার ছাড়পত্র পেয়েছেন পাকিস্তান ক্রিকেটাররা। নজরে রয়েছেন বাবর আজম। যিনি সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন। পাক ক্রিকেটারকে 'কিং' বলে স্বাগত জানিয়েছেন বিবিএলের এই ফ্র্যাঞ্চাইজি। সিডনি সিক্সার্সের ঘোষণায় রীতিমতো চমকে উঠেছেন ভারতীয় ক্রিকেটভক্তরা। কারণ ৮ মাস আগে তারাই কোহলিকে 'কিং' ঘোষণা করেছিল। তাঁদের প্রশ্ন, কোহলি আর বাবর কি সমান? আর কেনই বা পালিটি খেল অজি ফ্র্যাঞ্চাইজি?
বাবর যে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে খেলবেন, এ ব্যাপারে জল্পনা ছিল। তবে এই ব্যাপারে অপেক্ষার অবসান হয়েছে। পাক তারকাকে দলে পেয়ে সোশাল মিডিয়ায় উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে তারা লিখেছে, 'তিনি এসেছেন।' সেখানে তারা বাবরকে 'কিং' ঘোষণা করেছে। পাক ক্রিকেটারকে সিডনির জার্সিতে প্রবেশ করতে দেখা যায়। এরপর ড্রেসিংরুমে গিয়ে বসেন তিনি।
উল্লেখ্য, এপ্রিলের শুরুতে সোশাল মিডিয়ায় তারা কোহলিকে নিয়ে একটি পোস্ট করে। সেখানে তারা লিখেছিল, ‘কিং কোহলি। আগামী দুই মরশুমের জন্য বিরাট কোহলি সিক্সার্স দলের হয়ে খেলবেন।’ তারপর রীতিমতো হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। বিগ ব্যাশ লিগের তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স। সেখানে স্টিভ স্মিথ খেলেন। সেই সূত্রেই কি কোহলি বিগ ব্যাশে লিগে খেলার সিদ্ধান্ত নিলেন? যদিও ভুল ভাঙতে দেরি হয়নি। কারণ দিনটি ছিল ১ এপ্রিল। অর্থাৎ ‘অল ফুলস ডে’। সিডনি সিক্সার থেকেও কমেন্ট করা হয় ‘এপ্রিল ফুল’। অনেকে আবার বলছেন, 'কোহলিকে না পেয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে তারা।' আসলে বিসিসিআইয়ের নিয়ম হল, কোনও আন্তর্জাতিক ক্রিকেটার বিদেশি কোনও লিগে খেলতে পারবেন না। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বিরাট এখনও দেশের হয়ে ওয়ানডে খেলছেন। তাই সিডনির ইচ্ছা থাকলেও কোনও মতেই তারা দলে পাবে না বিরাটকে।
অনেকেই তাই বলছেন, হয়তো এই কারণেই বাবরকে 'কিং' বলতে বাধ সাধেনি তাদের। একদল বলছেন, বিরাটকে নিয়ে বোকা বানিয়ে ঠিক করেনি সিডনি সিক্সার্স। উল্লেখ্য, পারথ স্কোর্চার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সের হয়ে নামবেন বাবর। অন্যান্য পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে ব্রিসবেন হিট শাহিন আফ্রিদিকে চুক্তিবদ্ধ করেছে। মেলবোর্ন রেনেগেডসে রয়েছেন রিজওয়ান। মেলবোর্ন স্টারসের হয়ে মাঠে নামবেন রউফ। সিডনি থান্ডারে খেলবেন শাদাব খান। অ্যাডিলেড স্ট্রাইকার্সে রয়েছেন হাসান আলি।
