সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে তাঁকে শচীন তেণ্ডুলকরের যোগ্য উত্তরসূরি বলে মনে করত ক্রিকেটমহল। তাঁর নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু সেই পৃথ্বী শ ক্রমেই হারিয়ে যাচ্ছেন ক্রিকেটের আলোকবৃত্ত থেকে। তুমুল সমালোচনার মুখেও পড়েছেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার। তবে ট্রোলের মুখে পড়ে পালটা ফুঁসে উঠেছেন তিনি।
রনজি দল থেকে বাদ পড়ার পর আইপিএলেও অবিক্রিত প্রতিভাবান ক্রিকেটার। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী। জুনিয়র বিশ্বকাপ জয়ের পরে তাঁকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তার পর থেকে ওই ফ্র্যাঞ্চাইজিতেই খেলেছেন পৃথ্বী। ২০২২ সালে সাড়ে সাত কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করে ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সাত মরশুম দিল্লিতে খেলেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেননি পৃথ্বী। ২০২৫ আইপিএলের আগে তাঁকে ছেড়ে দিয়েছে দিল্লি।
মাত্র ৭৫ লক্ষ টাকা বেস প্রাইসে মেগা অকশনে নাম লিখিয়েছিলেন পৃথ্বী। দুবার তাঁর নাম ডাকা হয় নিলামের সময়ে। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি তাঁকে নিয়ে। শেষ পর্যন্ত অবিক্রিত থেকে যান পৃথ্বী। উল্লেখ্য, গত মাসেই মুম্বইয়ের রনজি দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ রয়েছে। তার পর থেকেই লাগাতার নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন পৃথ্বী।
ব্যাপক সমালোচনা নিয়ে একটি ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন তরুণ ক্রিকেটার। তাঁর কথায়, "আমাকে ফলো না করলে কী করে ট্রোল করবেন? তার মানে আমার উপরে সকলে নজর রাখেন, বেশ ভালো ব্যাপার। ট্রোল মোটেই ভালো নয়, তবে খুব খারাপও নয়। নিজেকে নিয়ে মিম দেখি, তবে মাঝে মাঝে খারাপ লাগে খুব।" দিনকয়েক আগে একটি পার্টিতে পৃথ্বীর নাচের ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা হয় নেটদুনিয়ায়। তরুণ ক্রিকেটার জানান, ওইদিন তাঁর জন্মদিন ছিল। সমালোচকদের কাছে তাঁর প্রশ্ন, "আমি ভাবি, কোন ভুলটা করেছি? আমি জানি কী ভুল করেছি। কিন্তু যদি কোনও ভুল না করে থাকি তাহলে সেটা নিয়ে এত কথা কেন?"