সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নামেও গম্ভীর, স্বভাবেও গম্ভীর। ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীরকে নিয়ে এমনটাই বলে ক্রিকেটমহল। কিন্তু এজবাস্টনে ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের পর সেই গাম্ভীর্যও ভেঙে খান খান হয়ে গেল! হাসিমুখে গৌতম গম্ভীরের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। উত্তরসূরির মুখে হাসি দেখে উচ্ছ্বসিত রবি শাস্ত্রীও।
তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় টেস্টে ভারতের জয়জয়কার। মহাতারকারা অবসরে যাক, প্রথম টেস্টে হারের জ্বালা থাক, ‘সেরা’ পেসার বিশ্রাম নিক, একরাশ সমালোচনাও জুড়ুক, সব কিছুর উত্তর আসবে ফ্রন্ট ফুটে- দেখিয়ে দিয়েছে শুভমানের ‘নতুন ভারত’। সিরিজের ফলাফল এখন ১-১। প্রথম টেস্টে হারের পর সমালোচনা শুরু হয়েছিল গৌতম গম্ভীরের কোচিং নিয়েও। তবে এজবাস্টনে হারের পর সেসব অতীত।
'আন্ডারডগ' হিসাবে এজবাস্টনে খেলতে নেমেও যেভাবে জয় ছিনিয়ে এনেছে ভারত, তাতে উচ্ছ্বসিত ক্রিকেটমহল। শুভমান গিলদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলির মতো কিংবদন্তিরা। ছাত্রদের এমন সাফল্য শেষ পর্যন্ত হাসি ফুটিয়েছে গম্ভীরের মুখেও। ম্যাচের পর প্রথামাফিক সকলের সঙ্গে হাত মেলাতে মাঠে নামেন ভারতের হেডকোচ। তবে শুভমান আসতেই তাঁকে বুকে জড়িয়ে ধরেন গম্ভীর। তারপরেই তাঁর মুখে ফুটে ওঠে সেই দুর্লভ হাসি।
গম্ভীরের হাসির ছবি হু হু করে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সেই দেখে স্বভাবসিদ্ধ রসিক ভঙ্গিতে রবি শাস্ত্রী বলেন, "ওই হাসিটা মোটেই সবসময়ে দেখা যায় না। তবে এইভাবে ম্যাচ জেতার পর তো ওই হাসিটা উচিত ছিলই। সিরিজ বাঁচিয়ে রাখার যুদ্ধে জিতে যাওয়ার থেকে ভালো অনুভূতি একজন কোচের পক্ষে আর কিছুই নেই।" গম্ভীরের হাসির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে কেকেআরও।
