shono
Advertisement
Rawalpindi Stadium

ড্রোন হামলায় ক্ষতবিক্ষত রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম, বাতিল পিএসএল ম্যাচ

বৃহস্পতিবার পিএসএলের ম্যাচ ছিল সেখানে।
Published By: Prasenjit DuttaPosted: 04:37 PM May 08, 2025Updated: 08:41 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর চরমে ভারত-পাকিস্তান সংঘাত। আর তাতেই এবার আক্রান্ত খেলারদুনিয়াও। ভারতের ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম। বৃহস্পতিবার সেখানেই ছিল পিএসএলের ম্যাচ। তার কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামে আছড়ে পড়ে ভারতীয় ড্রোন। ম্যাচ রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে শোনা যায়। তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে বৃহস্পতিবারের ম্যাচটি। 

Advertisement

সেনা সূত্রে খবর, ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলার ছক কষেছিল পাকিস্তান। যদিও ভারতীয় সেনার তৎপরতায় সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়। পালটা এদিন সকালে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয় ভারত। এখানেই শেষ নয়। ভারতের ড্রোন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। যার অন্যতম রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম। 

এদিন রাত ৮টায় পিএসএলে পেশওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। আপাতত তা আজ হচ্ছে না। জানা গিয়েছে, সন্ধে ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাওয়ালপিণ্ডিতে ব্ল্যাকআউট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। কেবল পেশওয়ার ও করাচির ম্যাচই নয়, লিগের বাকি ম্যাচগুলিও সরে গিয়েছে বলে খবর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নজরদারির জন্য ওই ড্রোন ব্যবহার করা হয়েছিল।

জানা গিয়েছে, স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্তরাঁর ক্ষতি হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে বলে খবর। পিসিবি থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পিএসএলের বাকি ম্যাচগুলি হবে করাচি স্টেডিয়ামে। পিএসএলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পিসিবি জরুরি বৈঠক ডেকেছে বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান থেকে 'পালাই পালাই' করছেন দুই ইংরেজ ক্রিকেটার। পাকিস্তানে থাকা যে এখন নিরাপদ নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাঁরা।

ইংল্যান্ডের সাত খেলোয়াড় পিএসএলে অংশ নিয়েছেন। তাঁরা স্যাম বিলিংস, জেমস ভিন্স, টম কারান, ডেভিড উইলি, ক্রিস জর্ডন, টম কোহলার-ক্যানমোর এবং লুক উড। তাছাড়াও কোচিংয়ের দায়িত্বে রয়েছেন রবি বোপারা, অ্যালেকজান্দ্রা হার্টলের মতো প্রাক্তন ইংরেজ ক্রিকেটার। জানা গিয়েছে, উইলি এবং জর্ডন ইংল্যান্ড ফিরে যেতে চান। তাঁরা ইতিমধ্যেই মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন বলে জানা গিয়েছে। তাঁদের আশঙ্কা, ভারত-পাকিস্তানের সংঘাত যে কোনও মুহূর্তে যুদ্ধে রূপ হতে পারে। তাছাড়াও তাঁদের দল ইতিমধ্যেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। বাকি মাত্র একটি ম্যাচই। তাঁদের এখনই দেশে ফেরার অনুমতি দেওয়া হবে কিনা, তা এখন অবধি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়নি। যদিও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড দুই ক্রিকেটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের ড্রোন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম।
  • বৃহস্পতিবার পিএসএলের ম্যাচ ছিল সেখানে।
  • ম্যাচের কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামে আছড়ে পড়ে ভারতীয় ড্রোন।
Advertisement