shono
Advertisement

Breaking News

RCB

বিদায় চিন্নাস্বামী! এবার রোহিতের 'ঘরের মাঠে' আইপিএল খেলবে বিরাটের আরসিবি

অভিশপ্ত চিন্নাস্বামীতে আর নয়। আগামী মরশুমে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে অন্য মাঠে হোম ম্যাচ খেলবে সেটা একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর, নতুন হোম ভেন্যু হিসাবে দুটি স্টেডিয়ামের নাম কমবেশি চূড়ান্ত করে ফেলেছে আরসিবি।
Published By: Subhajit MandalPosted: 07:23 PM Jan 14, 2026Updated: 07:23 PM Jan 14, 2026

অভিশপ্ত চিন্নাস্বামীতে আর নয়। আগামী মরশুমে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে অন্য মাঠে হোম ম্যাচ খেলবে সেটা একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর, নতুন হোম ভেন্যু হিসাবে দুটি স্টেডিয়ামের নাম কমবেশি চূড়ান্ত করে ফেলেছে আরসিবি। আর তাতে চমকও রয়েছে।

Advertisement

কর্নাটক সরকার ইতিমধ্যেই শর্তসাপেক্ষে ছাড়পত্র দিয়ে দিয়েছে। কর্নাটক ক্রিকেট সংস্থাও আইপিএলের মাচ চিন্নাস্বামীতে করাতে চায়। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ওই অভিশপ্ত স্টেডিয়ামে ফিরতে চাইছে না। আরসিবি মোটামুটিভাবে ঠিক করে ফেলেছে, আগামী মরশুমে আর চিন্নাস্বামীতে তারা খেলবে না। গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। চিন্নাস্বামীর উপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়। গত আইপিএলের পর থেকে আর কোনও ম্যাচ আয়োজিত হয়নি ওই স্টেডিয়ামে। যদিও সদ্য কর্নাটক সরকার চিন্নাস্বামীতে খেলার ছাড়পত্র দিয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জোরগলায় বলেও দিয়েছেন, আইপিএলের ম্যাচ কোথাও সরবে না। বেঙ্গালুরুবাসীকে তাঁদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে না। কিন্তু আরসিবি কর্তৃপক্ষ ঠিক করে ফেলেছে চিন্নাস্বামীতে আর খেলা নয়।

গত বছরের ওই পদপিষ্টের ঘটনার পর কর্নাটকজুড়ে ব্যাপক বদনাম হয়েছে ফ্র্যাঞ্চাইজির। তাছাড়া, যেভাবে কর্নাটক সরকার পুরো ঘটনার দায় ফ্র্যাঞ্চাইজির উপর ঠেলেছে, তাতেও ক্ষুব্ধ বিরাটদের দলের কর্তারা। তাই ঠিক হয়েছে আগামী মরশুমে খেলা হবে নতুন স্টেডিয়ামে। সেই স্টেডিয়াম হিসাবে তাঁরা বেছে নিয়েছে দুটি ভেন্যুকে। সূত্রের দাবি, আগামী মরশুমের হোম ম্যাচ হিসাবে ছত্তিশগড়ের রায়পুরের বীর নারায়ণ সিং স্টেডিয়াম এবং নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামকে বেছে নিয়েছে আরসিবি।

প্রাথমিকভাবে পুণেকে হোম ম্যাচ হিসাবে ঘোষণা যায় কিনা ভাবছিল বেঙ্গালুরুর দলটি। কিন্তু ওই মাঠে এবার খেলবে রাজস্থান। সেকারণেই আরসিবি ছত্তিশগড় ও নবি মুম্বইয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। রায়পুরের স্টেডিয়ামের সুযোগসুবিধা পছন্দ হয়েছে আরসিবি কর্তাদের। এই স্টেডিয়ামটিতে ইদানিং বিভিন্ন অবসরপ্রাপ্তদের লিগের খেলাও হচ্ছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল আরসিবির ঘরের মাঠ হিসাবে নবি মুম্বইকে বেছে নেওয়া। ওই স্টেডিয়ামটি ভারতীয় ক্রিকেটের আর এক মহাতারকা রোহিত শর্মার বাড়ির খুব কাছের। রোহিতের বেড়ে ওঠার নেপথ্যে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের বড় ভূমিকা আছে। এখনো ওই স্টেডিয়ামে অনুশীলন করেন হিটম্যান। সেদিক থেকে দেখতে গেলে ওটা তাঁর হোম স্টেডিয়াম। আইপিএলে সেখানেই খেলবে আরসিবি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement