সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি দেবে ভারত। সেই দ্বৈরথ ঘিরে ইতিমধ্যেই ফুটছেন বিলেতের ক্রিকেটপ্রেমীরা। ব্রিটিশ ক্রিকেটমহলের উৎসাহ এতটাই যে, টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে সেদেশে। এমনকি অ্যাশেজকেও টেক্কা দিয়েছে ভারত-ইংল্যান্ডের লাল বলের দ্বৈরথ।
আগামী বছর লর্ডসে খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানে ভারত খেলবে কিনা এখনও নিশ্চিত নয়। চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পরেই বিলেতের মাটিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজের প্রথম টেস্ট হবে হেডিংলিতে। ২০ জুন থেকে ২৪ জুন লিডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। পরের টেস্ট ২ জুলাই থেকে ৬ জুলাই এজবাস্টনে। ১০ জুলাই থেকে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লর্ডসে। চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২৩ জুলাই। শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে। ৩১ জুলাই থেকে শুরু হবে এই টেস্ট।
শেষবার ২০২১-২২ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। সেবার ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়। যদিও করোনার হানায় শেষ টেস্টটি বেশ খানিকটা পিছিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, আগামী বছর ইংল্যান্ড সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু করবে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, ভারতীয় দলের অনেক তারকাকেই হয়তো ওই সিরিজে দেখা যাবে না।
কিন্তু বিশ্লেষকদের এই অনুমানকে আমল দিতে নারাজ বিলেতের ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যেই ভারত বনাম ইংল্যান্ড সিরিজের টিকিট কাটতে শুরু করেছেন তাঁরা। টিকিট বিক্রির ক্ষেত্রে নজিরও গড়ে ফেলেছে ইংল্যান্ড। পরিসংখ্যান বলছে, এজবাস্টন টেস্টের প্রথম চারদিনের সমস্ত টিকিট শেষ। এই প্রথমবার এজবাস্টন স্টেডিয়ামে অ্যাশেজ ছাড়া অন্য কোনও টেস্টের প্রথম চারদিনের সমস্ত টিকিট বিক্রি হয়েছে খেলা শুরুর আগেই। অর্থাৎ সিরিজের দ্বিতীয় টেস্টে একেবারে ভর্তি স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল।