সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা গিয়েছিল, বাঁহাতে চোট পেয়েছেন তিনি। কিন্তু তার আগে অনুশীলনে ঋষভ পন্থ যে ঝড় তুললেন, তাতে নিশ্চিন্ত হতে পারেন ভারতের ক্রিকেটভক্তরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অনুশীলনে আগুনে মেজাজে ভারতীয় দলের সহ-অধিনায়ক। আর বিরাট ছক্কায় ভাঙলেন স্টেডিয়ামের ছাদও।
ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্বে শুভমান গিল। তাঁর ডেপুটি ঋষভ পন্থ। বিরাট কোহলি এবং রোহিত শর্মা না থাকায় এবার তরুণ ব্রিগেডকেই বাড়তি দায়িত্ব নিতে হবে। তার মধ্যে আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না। সমালোচনাও কম হয়নি। কিন্তু লাল বলের ক্রিকেটে যে ফের ঝড় তুলতে প্রস্তুত, সেটা যেন অনুশীলনেই বুঝিয়ে দিলেন।
অনুশীলনে স্পিনারদের বিপক্ষে একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন পন্থ। তার মধ্যে ওয়াশিংটন সুন্দরকে যে ছয়টি মারেন, সেটা গিয়ে সোজা গিয়ে আছড়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। এবং দেখা যায়, তাতে স্টেডিয়ামের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এমনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় উইকেটকিপারের পারফরম্যান্স খারাপ নয়। ১৭ ইনিংসে তাঁর রান ৫৫৬। গড় ৩২.৭০। দুটি সেঞ্চুরির পাশাপাশি, দুটি হাফসেঞ্চুরিও আছে।
সোমবার প্র্যাকটিসে ব্যাটিং করার সময় বাঁ-হাতের কনুইয়ের নিচে চোট লাগে পন্থের। এমনকী যন্ত্রণায় কাতরাতে পর্যন্ত দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফ তাঁর শুশ্রূষায় এগিয়ে আসেন। চিকিৎসকরা তাঁর হাতে আইস প্যাক লাগান। চোটের জায়গায় টেপ বেঁধে দেন তাঁরা। পরে মাঠ ছেড়ে বেরনোর আগে অবশ্য জানিয়ে যান যে কোনও সমস্যা নেই।
